বিক্রম ব্যানার্জী: লেবাননের হিজবুল্লাহ ঘাঁটি সহ অন্যান্য অঞ্চলে মঙ্গলবার হামলা চালিয়েছিল ইজরায়েল(Israel)। যার কারণে প্রায় 80 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। এবার সেই ইজারায়েলি হামলার যোগ্য জবাব দিতে রকেট হামলা চালিয়ে উত্তর ইজরায়েলের মাটিতে কম্পন ধরিয়েছে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ (Hezbollah)। যার দরুণ 4 থাইল্যান্ড বাসিন্দার মৃত্যুর খবর সামনে এসেছে।
ইজরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় নিহত 4 থাই নাগরিকের মৃত্যুর খবর সামনে এনেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা। নিজের X হ্যান্ডেল থেকে পোস্ট করে মারিস জানান, ‘হিজবুল্লাহের রকেট হামলায় বৃহস্পতিবার মেতুলা শহরের পার্শ্ববর্তী অঞ্চলে 4 জন থাই নাগরিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’ থাই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতেই ইজরায়েলে থাইল্যান্ড দূতাবাসে মৃত ব্যক্তিদের পরিবারকে সব রকম সহায়তা করার কথা জানানো হয়েছে।’
তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস 4 জনের মৃত্যু সংবাদ জানালেও মেটুলার আঞ্চলিক কাউন্সিলের প্রধান প্রধান বৃহস্পতিবারের হিজবুল্লাহ হামলায় 5 জনের মৃত্যুর খবর সামন আনেন। যার মধ্যে একজন ইজরায়েলের স্থায়ী বাসিন্দাও রয়েছেন। অন্যদিকে, ইজরায়েলের এক সংবাদ মাধ্যম জানায় গতকাল রাতে ইয়ানপন্থী সশস্ত্র সংগঠনটির ছোড়া 2টি রকেট মেটুলার পার্শ্ববর্তী অঞ্চলে আঘাত হানে। যার ফলে একজন ইজরায়েলের স্থায়ী কৃষক, 4 জন থাইল্যান্ডের বাসিন্দা ও 2 অজ্ঞাত পরিচয় যুবক মিলিয়ে মোট 7 জনের মৃত্যু হয়েছে। সূত্র বলছে, এর আগে হামাসের যুদ্ধে ইজরায়েলে হওয়া আচমকা হামলায় প্রায় 30 জন থাই বাসিন্দা প্রাণ হারিয়েছিল।