Israel: ইজরায়েলের(Israel) বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানপন্থী প্রতিরোধি গোষ্ঠী হিজবুল্লাহ।(Hezbollah) বিভিন্ন সময়ে হামাসের সমর্থনে এই সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে কেঁপে উঠেছিল উত্তর ইজরায়েলের মাটি। শনিবার ভোর রাতে ইরানে বিমান হামলার পরই নেতানিয়াহুর দেশের জনগণকে কড়া বার্তা দিল লেবাননের সশস্ত্র সংগঠনটি।
বহুবার ইজরায়েলের তরফে লেবাননে হামলার আগে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। তবে এই প্রথম ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়েলের উত্তর অঞ্চলের মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিল। রবিবার এক সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহ ভিডিও বার্তায় আক্রমণের আভাস দিয়ে উত্তর ইজরায়েলের সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কথা বলেছে। মূলত লেবানন সীমান্ত থেকে 22 কিলোমিটার উত্তর ইজরায়েলের বাসিন্দাদের জন্যই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র সংগঠনটির তরফে।
আরও পড়ুনঃ ইজরায়েলের পাশে নেই আমেরিকা! শনিবারের হামলার পর কোন দিকে মোড় নেবে বাইডেন
হিজবুল্লাহ বলেছে, এখনও পর্যন্ত ইজরায়েলকে পাল্টা জবাব দিতে একাধিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে তারা। সেই সাথে শুক্রবারের খবর অনুযায়ী, 1 দিনে মোট 48টি অপারেশন সহ ইজরায়েল সেনার বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে ইরানপন্থী সংগঠন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ইরানের রাজধানী তেহরান সহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় বিমান হামলা চালিয়ে সংঘর্ষের সমাপ্তি ঘোষণা করে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এরপরই 2 সেনার মৃত্যুর খবর জানিয়ে হুঙ্কার ছাড়ে ইরান। এবার দুই দেশের অস্থিরতায় নতুন মাত্রা যোগাল সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।