বিক্রম ব্যানার্জী: ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ(Igor kirillov)। মঙ্গলবার মস্কোতে এক ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা ফেটে মৃত্যু হয় তাঁর। রাশিয়ার বিশেষ তদন্ত কমিটি এই তথ্য জানিয়েছে।
রুশ তদন্ত কমিটির তরফে জানানো হয়, একটি ইলেকট্রিক স্কুটারে বোমা ফিট করেছিলেন দুষ্কৃতীরা। আর সেই বোমা ফেটেই মৃত্যু হয়েছে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের। জানা গিয়েছে, কিরিলোভ মূলত রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
সূত্রের খবর, মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জনস্কি প্রস্পেক্টর অ্যাপার্টমেন্টের একটি বিল্ডিংয়ে এই অকল্পনীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যার জেরে অকালে ঝরে গেল রুশ ফেডারেশনের রাসায়নিক, জৈবিক এবং বিকিরণ সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভের তরতাজা প্রাণ।
সূত্র বলছে, কিরিলোভ ছাড়াও ভয়াবহ বোমা বিস্ফোরণ প্রাণ কেড়েছে তাঁর একজন সহকারীরও। প্রাথমিকভাবে এই খবর ছড়িয়ে পড়ে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে। বিস্ফোরণে দগ্ধ অবস্থায় পড়ে থাকা মৃতদেহ সহ বিল্ডিংটির ধ্বংসপ্রায় মুহূর্তের ছবি ক্রমশ ছড়িয়ে পড়ে টেলিগ্রাম জুড়ে।
বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণ স্থল জুড়ে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। ইতিমধ্যেই নক্কারজনক ঘটনার পিছনে কারা রয়েছে তাদের খুঁজে পেতে শুরু হয়েছে তদন্ত। কিছু সূত্র বলছে, ইউক্রেনের প্রসিকিউটররা রুশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রশস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত করেছিল।
তার বিরুদ্ধে নাকি একাধিক ধারায় মামলাও রুজু হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তবে এর আগে গত অক্টোবর নাগাদ ব্রিটেনে ভয়াবহ দাঙ্গার ঘটনায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলোভকে কাঠগড়ায় তুলেছিল ব্রিটেনের প্রশাসন।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে চান ট্রাম্প, পুতিন ও জেলেনস্কিকে দিলেন কড়া বার্তা