বিক্রম ব্যানার্জী: ব্রাজিলের(Brazil) রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্ট(Supreme court) লাগোয়া এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ(Explosion)। গোটা ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের পাশে সংসদ ভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে অঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তা ব্রাজিলের সুপ্রিম কোর্ট থেকে মাত্র কয়েক পা দূরে। মূলত সুপ্রিম কোর্টের পার্শ্ববর্তী সংসদ ও প্রেসিডেন্ট কার্যালয়ের কাছেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর জানান, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আদালতে প্রবেশ করার চেষ্টা করলে প্রথমে তাকে আটকানো হয়। ঠিক সেই সময়েই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা আদালত চত্বর।
পুলিশ সূত্রে খবর, আদালত ভবনের বাইরে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম- পরিচয় কিছুই এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। অন্যদিকে সুপ্রিম কোর্টের সলিসিটার জেনারেল জর্জ মেসিয়াস গোটা বিস্ফোরণের ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা বলে অভিহিত করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সলিসিটার জেনারেল লেখেন, এই হামলা সম্পূর্ণ ইচ্ছাকৃত। ঘটনাটির তীব্র নিন্দা জানাই। যত দ্রুত সম্ভব বিস্ফোরণের পিছনে কারা রয়েছে তা তদন্ত করে বের করা হবে।
আরও পড়ুন: ইমরান সমর্থকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান, চাইলেন ট্রাম্পের সাহায্য!
প্রসঙ্গত, পুলিশের তরফে আদালত ভবনের সামনে একটি মৃতদেহ উদ্ধারের প্রসঙ্গ ছাড়া আর কিছুই জানানো হয়নি। ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর সেলিনা লিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরণের ঘটনাটির তুমুল নিন্দা করেছেন। সেই সাথে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সংসদ ভবন বন্ধ রাখার সুপারিশও করা হয়েছে লিওর তরফে।