Elon Musk: ইতিহাসের শীর্ষতম ধনী ব্যক্তি এখন ইলন মাস্ক, নেপথ্যে শুধুই ট্রাম্পের জয়?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় বছরের পর বছর ধরে প্রথম স্থান দখল করে রেখেছেন টেসলা কর্তা ইলন মাস্ক(Elon Musk)। বন্ধু ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের পরই মাস্কের(Elon Musk) সম্পদের পরিমাণ আকাশ ছুঁয়েছে। আর সেই আকাশচুম্বী সম্পদ নিয়েই ইতিহাস গড়তে চলেছেন টেসলা ও X কর্তা মাস্ক(Elon Musk)। সূত্রের খবর, বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলার মালিকের(Elon Musk) বর্তমান সম্পদের মূল্য 34 হাজার 800 কোটি ডলারেরও বেশি। যা সর্বকালীন রেকর্ড ছাপিয়ে ইতিহাস গড়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জন্য নিজের কোষাগার উন্মুক্ত করে দিয়েছিলেন মাস্ক। ট্রাম্পকে জেতাতে তার হয়ে অসংখ্য প্রচারে পা মেলাতে দেখা গিয়েছিল টেসলা কর্তাকে। রিপাবলিকান প্রার্থীর জয়ের পর যা তাকে একপ্রকার মালামাল করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি মাস্কের বর্তমান সম্পদ তাকে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমে জায়গা দিয়েছে। হ্যাঁ, বর্তমানে নিজের অফুরন্ত সম্পদের জন্য ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটিও দখল করেছেন ইলন মাস্ক।

মাস্কের এই অসামান্য সাফল্যের পিছনে যে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ জয় তা এক প্রকার খোলসা হয়ে গিয়েছে। কেননা, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম প্রায় 40 শতাংশ
বেড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় শুধুমাত্র গত শুক্রবারই টেসলার শেয়ার 3.8 শতাংশ বেড়ে এক ধাক্কায় 352.56 ডলার ছুঁয়ে গিয়েছিল। পরিসংখ্যান বলছে বিগত 3 বছরের মধ্যে এই গ্রোথ সর্বোচ্চ।

যার দরুন মাস্কের সম্পদের পরিমাণ 700 কোটি ডলার বেড়েছে। সেই পথ ধরেই ইলন মাস্কের মোট ব্যক্তিগত সম্পদ বিগত সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। বলা বাহুল্য, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ইলন মাস্কের চেয়ে 8 হাজার কোটি ডলার কম। অর্থাৎ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তি ল্যারি বর্তমানে 23 হাজার 500 কোটি ডলারের মালিক।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল CBI, লাভ হবে মমতার! দাবি তৃণমূল নেতা নীলাঞ্জনের