Elon Musk: সন্তানদের জন্য গোপনে দুটি বিলাসবহুল প্রাসাদ কিনলেন ইলন মাস্ক, দাম জানলে চমকে যাবেন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের পর রাতারাতি সম্পদের পরিমাণ আকাশ ছুঁয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের(Elon Musk)। রিপাবলিকান প্রার্থীর সুচিন্তক মাস্ক(Elon Musk) বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের তালিকায় প্রথমে থেকেও একটা সময়ে নিজের সন্তানদের জন্য কোনও প্রাসাদ বা বাড়ি কিনবেন না বলেই জানিয়েছিলেন। বলেছিলেন, নিজের সন্তানদের জন্য কোনও কিছুই রেখে যাবেন না তিনি। কিন্তু 4 বছরের মধ্যেই সেই সিদ্ধান্তের বদল ঘটল। জানা যাচ্ছে, মাস্ক(Elon Musk) তার 11 জন ছেলে-মেয়ের জন্য গোপনে দুটি বিলাসবহুল প্রাসাদ সহ বিরাট সম্পত্তি কিনেছেন। যার মূল্য প্রায় 210 কোটি টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেসলা কর্তা গোপনে যে সম্পত্তিটি কিনেছেন সেখানে দুটি আলাদা আলাদা বাড়ি রয়েছে। প্রথম বিলাসবহুল প্রাসাদটি খানিকটা ইতালিয়ান টাস্কান ভিলার আদতে তৈরি। বাড়িটির ঠিক পিছন দিকে রয়েছে 6 বেডরুমের আরও একটি বিরাট বিলাসবহুল বাড়ি। জানা গিয়েছে, এই দুটি বাড়িই একসঙ্গে কিনেছেন মাস্ক। সূত্র বলছে, সম্পত্তি কেনাবেচার খবর ধামাচাপা দিতে বাড়ির মালিককে অতিরিক্ত মূল্য দিতেও রাজি হয়েছিলেন এক্স কর্তা। কিন্তু সন্তানদের জন্য কোনও সম্পত্তি না রাখার প্রতিশ্রুতি দিয়েও হঠাৎ কেন এমন পদক্ষেপ? জানা গিয়েছে, মাস্ক তার 11 জন ছেলে- মেয়েকে একসঙ্গে একই বাড়িতে রাখতে চান। যাতে তারা একে অপরের সাথে আলাপচারিতার মধ্যে দিয়ে পরস্পরকে চিনে নিতে ও সুসম্পর্ক তৈরি করতে পারেন।

প্রসঙ্গত, 2000 সালে জাস্টিন উইলসনকে বিয়ে করার পরই সাংসারিক জীবনে পদার্পণ করেন মাস্ক। বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের পরিবারে আসে নতুন সদস্য। তবে প্রথম স্ত্রীর সাথে মাস্কের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। জানা যায়, 2000 সাল থেকে 2008 সাল পর্যন্ত 8 বছরে উইলসন 5 সন্তানের জন্ম দিয়েছিলেন।অন্যদিকে প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর জনপ্রিয় গায়িকা গ্রিমসকে বিয়ে করেন মাস্ক। দ্বিতীয় জনেরও 3 সন্তান রয়েছে। বর্তমানে গ্রিমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই লড়ছেন মাস্ক। এছাড়াও শিভন জিলিসের সঙ্গে বিয়ের পর আরও 3 সন্তানকে পরিবারের স্বাগত জানান টেসলা কর্তা।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার নিষ্পত্তি! গণতন্ত্রপন্থী নেতা বেনি তাই সহ 45 জনের কারাদণ্ড ঘোষণা করল হংকংয়ের আদালত