বিক্রম ব্যানার্জী: রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইতি টানতে মরিয়া আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে পাম বিচে সাংবাদিক সম্মেলনে পুতিন ও জেলেনস্কির মধ্যে চলা দীর্ঘ অস্ত্র যুদ্ধ বন্ধ করতে সুর চড়িয়েছেন ট্রাম্প(Donald Trump)।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তির জন্য তৈরি থাকুন। এই চুক্তির মাধ্যমে প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যাবে।
ক্যামেরার মুখোমুখি হয়ে ট্রাম্প আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ সংঘাতের কারণে যে ধ্বংসলীলা চলছে তা আমাকে প্রতি মুহূর্তে ভাবাচ্ছে। যথেষ্ট বিরক্ত হচ্ছি। পুতিন ও জেলেনস্কির সঙ্গে যুদ্ধ শেষ করার ব্যাপারে কথা বলব। এই সংঘাত থামাতেই হবে।
ট্রাম্প যখন রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে চিন্তিত ঠিক সেই সময়ে রিপাবলিকান নেতাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন এক সাংবাদিক। সাংবাদিক বলেন, যুদ্ধের সমাধান করতে ইউক্রেনকে কি রাশিয়াকে কিছু এলাকা দিতে হবে? ট্রাম্পের তরফে এই প্রশ্নের কোনও প্রত্যক্ষ উত্তর পাননি ওই সাংবাদিক।
তবে তিনি জানিয়েছিলেন, বর্তমানে যেসব অঞ্চলের ওপর বিরোধ রয়েছে, সেগুলোর বেশিরভাগই ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। শহরের একাধিক ভবন এখন ধ্বংসপ্রাপ্ত। এগুলি পুনর্নির্মাণ করতে এক শতাব্দীরও বেশি সময় লাগবে।
ট্রাম্পের শেষ সংযোজন, তাঁকে যুদ্ধক্ষেত্রের একাধিক ছবি দেখানো হয়েছে, সেখানে কীভাবে স্তূপাকারে সাজানো হয়েছিল মানুষের লাশ, রুশ সেনাদের গুলিতে ইউক্রেনের করুণ অবস্থা সবকিছুই দেখেছেন তিনি। যা ট্রাম্পকে 1861-1865 সালের আমেরিকান গৃহযুদ্ধের ভয়াবহ চিত্র স্মরণ করিয়ে দিয়েছে।
সব মিলিয়ে, আমেরিকার নবনিযুক্ত প্রেসিডেন্টের কথায় বারংবার উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রসঙ্গ। আর সেই মানসিকতা এবার বাস্তব রূপ পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হলো! আস্থা ভোটে পরাজিত জার্মান চ্যান্সেলর শোলজ