Chinese Hackers: বড় খবর! আমেরিকার টেলিকম নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি চিনা হ্যাকারদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: চিনের একটি হ্যাকিং দল আমেরিকার উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা ও প্রচারণা কর্মীদের ওপর বিশেষ নজর রাখছে। শুধু তাই নয়, হ্যাকারদের(Chinese Hackers) একটি দল মার্কিন টেলিকম কোম্পানির ওপর গুপ্তচরবৃত্তি করছে বলেই খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমেরিকার জনগণদের ফোনেও আড়ি পাতা হচ্ছে বিশেষ হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে। নয়া প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে খোদ এক চিনা সংবাদ সংস্থা।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে সেনাবাহিনী! ভাইরাল ভিডিও

আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই ধারণা করছে, সলট টাইফুন নামক একটি অতি পরিচিত হ্যাকিং টিম আমেরিকার বাসিন্দাদের ফোনের কল লগ ও এসএমএসের যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছে। এছাড়াও এক মার্কিন সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, হ্যাকাররা আমেরিকার সরকারি কর্মীদের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের টার্গেট করেছে। আরও একটি সূত্র মারফত খবর, মার্কিন টেলিকম সংস্থার ওপর ছুরি ঘোরানো হ্যাকাররা সম্ভবত কোনও চিনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে জাতীয় স্তরের নিরাপত্তা কর্মী সকলকেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই হ্যাকার গোষ্ঠী। সেই সাথে চিনের এই হ্যাকিং দলটির কর্মকাণ্ডে কয়েক হাজার লোকের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে সূত্র বলছে, এই হ্যাকারদের মূল লক্ষ্য আমেরিকার টেলিকম সংস্থা ও তার গ্রাহকরা।