বিক্রম ব্যানার্জী: দেশের তরুণ প্রজন্মকে বিয়েমুখী করতে নানান সুবিধা প্রদান করছে চিন। নগদ অর্থ থেকে শুরু করে অতিরিক্ত ছুটি, দামি উপহার সহ অসংখ্য প্রণোদনা (Marriage Offer) দিচ্ছে চিনের সরকার। নেপথ্যে যদিও জনসংখ্যা বৃদ্ধির কৌশল। তবে অসংখ্য উপহারসহ বাড়তি সুবিধা পাওয়া সত্ত্বেও বিয়ে করতে গররাজি চিনের তরুণ প্রজন্ম। সাম্প্রতিক প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এমন তথ্যই উঠে এসেছে।
আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মহিলা, তারপর যা হল.. দেখুন ভাইরাল ভিডিওটি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর চিনে বিবাহ নিবন্ধন রেকর্ড হারে কমেছে। সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে 47 লাখ 46 হাজার দম্পতি বিবাহ সেরেছেন। যেই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে 10 লাখ কম। 2023 সালে চিনে প্রথম 9 মাসে প্রায় 57 লাখ দম্পতি বিবাহ করে রেকর্ড গড়েছিলেন। যা ছিল গত 2021 ও 22 বর্ষের তুলনায় অনেকটাই বেশি। তবে চলতি বছরে দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিয়ের প্রবণতা অনেকটাই কমেছে।
সূত্র বলছে, দৈনন্দিন জীবনযাপনের ব্যয়, দুর্বল অর্থনীতি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে বেশিরভাগ তরুণ-তরুণীরাই বিবাহ বিমুখ। যার জেরে দেশটির জনসংখ্যা ক্রমশ কমছে। ফলত জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে তরুণ তুর্কিদের বিয়েতে আগ্রহী করে তুলতে নগদ অর্থসহ নানান উপহার ও একাধিক বাড়তি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে চিনের সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, 25 বছরের কম চিনা তরুণরা দ্রুত নিজেদের বিবাহ সম্পন্ন করলে সরকারের তরফে অভাবনীয় পুরস্কার পাবেন।
এছাড়াও বিবাহের পর যাতে দম্পতির বিচ্ছেদ না হয় সেদিকে নজর রেখে নতুন বিবাহ খসড়া আইনও প্রণয়ন করেছে দেশটির সরকার। তবে নানান সুবিধা ও অকল্পনীয় উপহার পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একেবারেই আগ্রহ দেখাচ্ছেন না দেশের তরুণ- তরুণীরা। যার ফলে দেশের জনসংখ্যা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়তে হচ্ছে চিনা সরকারকে। কারণ বিগত দু বছরে চিনে উল্লেখযোগ্য হারে জন্মহার কমেছে। কাজেই যত দ্রুত সম্ভব যুবক যুবতীদের বিবাহের জন্য রাজি করিয়ে জন্মহার বাড়ানোই এখন চিনের অন্যতম লক্ষ্য।