বিক্রম ব্যানার্জী: সম্প্রতি চিনের হুনান প্রদেশে এক বিরাট সোনার খনির(Gold Mine) সন্ধান মিলেছে। গবেষকদের অনুমান, সেখানে প্রায় 1 হাজার টন সোনা মজুদ রয়েছে। ধারণা করা হচ্ছে, এটিই বিশ্বের বৃহত্তম সোনার খনি(Gold Mine)। হুনানের উত্তর পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে সোনার খনিটির(Gold Mine) সন্ধান পেয়েছেন গবেষকরা। অন্যদিকে গত বছর অর্থাৎ 2023 সালে গোটা বিশ্বজুড়ে সোনা উত্তোলনের নিরিখে শীর্ষ 10 খনির(Top 10 Gold Mines) তালিকা প্রকাশ করেছে মাইনিং টেকনোলজি। রইল সেই তথ্য।
মুরুনতাউ সোনার খনি
উজবেকিস্তানের নোভোই ভিলোয়াতি এলাকায় অবস্থিত মুরুনতাউ খনিটি বর্তমানে নোভোই মাইনিং অ্যান্ড মেটাললারজি কম্বিন্যাট সংস্থার মালিকানাধীন। এই খনিটি উন্মুক্ত হওয়ার পাশাপাশি একটি গ্রীনফিল্ড খনিও বটে। 1958 সালে আবিষ্কৃত এই খনি থেকে আগে কখন শোনা উত্তোলনের খবর মেলেনি। খনিটির দৈর্ঘ্য প্রায় সাড়ে 3 কিলোমিটার এবং প্রস্থ 3 কিলোমিটার। বিশ্বের সর্ববৃহৎ খণিগুলির তালিকায় প্রথম স্থানে রয়েছে মুরুনতাউ সোনার খনিটি। 2023 সালে এই খনি থেকে 18 লাখ আউন্স পরিমাণ শোনা উত্তোলন করা হয়েছিল। 2032 পর্যন্ত এই খনির উত্তোলন কাজ চলার কথা।
কারলিন খনি
2023 সালের হিসেব অনুযায়ী আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যে অবস্থিত কারলিন খনিটি বিশ্বের সবচেয়ে বড় খনিগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে এই খনিটি বারিক গোল্ডের মালিকানাধীন। 2023 সালে এই খনি থেকে 15 লাখ 90 হাজার আউন্স পরিমাণ সোনা উত্তোলন করা হয়েছিল। আগামী 2032 সাল পর্যন্ত এখানে উত্তোলন কাজ চলবে।
অলিম্পিয়াদা খনি
রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ক্রাই এলাকায় অবস্থিত
অলিম্পিয়াদা খনিটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম খনিগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বর্তমানে এই উন্মুক্ত খনিটি পলিয়ুস সংস্থার মালিকানাধীন। এটি একটি ব্রাউনফিল্ড খনি। বহুবার এই খনি থেকে শোনা উত্তোলন করা হয়েছে। 1975 সালে আবিষ্কৃত এই খনিটি প্রস্তুত করার কাজ শুরু হয় 1980 সালে। 1996 সালে এখানে শোনা উত্তোলনের কাজ শুরু হয় চলবে 2035 সাল পর্যন্ত। 2023 সালে এই খনি থেকে 11 লাখ 70 হাজার আউন্স পরিমাণ সোনা তোলা হয়েছিল।
কর্টেজ খনি
আমেরিকার নেভাদায় অবস্থিত কর্টেজ সোনার খনিটি বর্তমানে বারিক গোল্ডের মালিকানাধীন। এই ব্রাউনফিল্ড খনি থেকে উন্মুক্ত ও ভূগর্ভস্থ দুই পদ্ধতিতেই সোনা উত্তোলনের কাজ হয়। 2023 সালে এই খনি থেকে 10 লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছিল। কর্টেজে সোনা উত্তোলনের কাজ চলবে 2031 সাল পর্যন্ত।
গ্রাসবার্গ ব্লক কেভ খনি
বিশ্বের সবচেয়ে বড় সোনার খনিগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার পাপুয়ায় অবস্থিত গ্রাসবার্গ ব্লক কেভ খনিটি। বর্তমানে এই খনিটি মাইনিং ইন্ডাস্ট্রি ইন্দোনেশিয়ার মালিকানাধীন। বলা বাহুল্য এটি একটি ব্রাউনফিল্ড খনি, যেখানে উন্মুক্ত ও ভূগর্ভস্থ দুই পদ্ধতিতেই সোনা উত্তোলনের কাজ হয়। 2023 সালে এই খনি থেকে 9 লাখ 37 হাজারেরও বেশি আউন্স সোনা উত্তোলন করা গিয়েছিল। 2041 সাল পর্যন্ত খনিটিতে শোনা উত্তোলনের কাজ চলবে।
প্রসঙ্গত, উপরিউক্ত খনিগুলি ছাড়াও বিশ্বের বৃহত্তম সোনার খনির তালিকায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার বডিংটন খনি, পাপুয়া নিউগিনির নিউ আয়ারল্যান্ডের লিহির খনি, ডমিনিকান প্রজাতন্ত্রের পুয়েবলো ভিয়েজো খনি, কঙ্গো প্রজাতন্ত্রের কিবালি ও মালির লুলু গুনকোতো খনি।
আরও পড়ুন: শাহরুখ-সলমানের সহঅভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, একাধিক ধারায় রুজু হয়েছে মামলা