Top 3 Most Expensive Shoes: জুতোর দামে কেনা যাবে বিলাসবহুল বাড়ি-গাড়ি, বিশ্বের সবচেয়ে দামি 3 জুতোর দাম জানলে কেঁপে উঠবেন!

Published On:

বিক্রম ব্যানার্জী: জুতোর দামে কেনা যাবে বিলাসবহুল বাংলো থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানি! খোলা যাবে সুইস ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্ট। হ্যাঁ, বিশ্বে এমন কিছু জুতো রয়েছে যেগুলি পায়ে পরতে হলে আপনাকে কয়েকশো কোটি টাকার মালিক হতেই হবে। মূলত অতিরিক্ত দামের কারণেই বিশ্বের সবচেয়ে বহুমূল্য জুতোগুলির(Most Expensive Shoes) তালিকায় জায়গা পেয়েছে 3 লাক্সারিয়াস জুতো। রইল সেই তালিকা।

বিশ্বের সবচেয়ে দামি 3 জুতো

মনস্টার সুজ

বিশ্বের সবচেয়ে দামি জুতোটি তৈরি করেছেন ইতালির স্বনামধন্য ডিজাইনার অ্যান্তোনিও ভিয়েত্রি। জুতো জোড়ার নাম মুনস্টার সুজ। 2019 সালে দুবাইয়ের এক ফ্যাশন উইকে প্রথম এই জুতো জোড়া প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়। ইতালিয়ান এই জুতো জোড়ার দাম 1 কোটি 99 লাখ মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই পড়লেন। জুতোর উঁচু হিল দুটি খাঁটি সোনা দিয়ে তৈরি। সেই সাথে বহুমূল্য জুতো জোড়ায় ব্যবহার করা হয়েছে 30 ক্যারেট হীরে। এছাড়াও অ্যান্তোনিও এই জুতোয় বেশ কিছু বহুমূল্য ও বিরল উপাদান ব্যবহার করেছেন। সূত্র বলছে, 1576 সালে আর্জেন্টিনায় পাওয়া একটি উল্কাপিণ্ডের টুকরো এতে ব্যবহার করা হয়েছে বলেই এটি বিশ্বের সবচেয়ে দামি জুতো।

প্যাশন ডায়মন্ড সুজ

বিশ্বের সবচেয়ে দামি জুতো গুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্যাশন ডায়মন্ড সুজ। এই জুতো জোড়া ডিজাইন করেছেন দুবাইয়ের অন্যতম প্রতিষ্ঠান জাদা দুবাইয়ের সহ প্রতিষ্ঠাতা মারিয়া মাজারি এবং প্যাশন জুয়েলার্সের সিইও হেমান্ত করমচন্দনী। খাঁটি সোনা ও 240টি হীরে দিয়ে তৈরি এই জুতোর দাম 1 কোটি 70 লাখ মার্কিন ডলার।

ডেবি উইংহাম হিল

বিশ্বের সবচেয়ে দামি জুতো গুলির তালিকায় তৃতীয় স্থানে থাকা মহিলাদের ডেবি উইংহাম হিলটি 2017 সালে প্রথম বাজারে আসে। আমেরিকার বিখ্যাত ডিজাইনার উইংহাম ও ফ্লোরিডার অন্যতম শিল্পী ক্রিস ক্যাম্পবেলের সাথে যৌথভাবে এই জুতো ডিজাইন করেছিলেন। জুতোর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হিল সমেত সম্পূর্ণ অংশ বহুমূল্য সব রত্ন দিয়ে তৈরি। জানা যায়, দুবাইয়ের এক পরিবার জন্মদিনে উপহার হিসেবে এই জুতো জোড়া কিনেছিলেন। যার দাম 1 কোটি 51 লাখ ডলার।

আরও পড়ুন: বাংলাদেশি যুবকদের বাড়িতে ডেকে এনে স্ত্রীকে ধর্ষণ করাতেন স্বামী, জল আদালতে গড়াতেই কাঠগড়ায় রাজ্য পুলিশ