Benjamin Netanyahu: 58 শতাংশ ইহুদির অস্বস্তির কারণ নেতানিয়াহু! সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: সংঘর্ষমুখী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর(Benjamin Netanyahu) প্রতি আস্থা হারাচ্ছেন ইহুদিরা। সম্প্রতি এক সমীক্ষা থেকে জানা গিয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য প্রায় 58 শতাংশ ইহুদিদের পছন্দের তালিকা থেকে বাদ পড়েছেন ইজরায়েল প্রধানমন্ত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইজরায়েল অধিকৃত অঞ্চল গুলিতে এক বিশেষ সমীক্ষা চালানো হয় যার ফলস্বরূপ উঠে আসে নেতানিয়াহু বিরোধী মনোভাব। সমীক্ষার ফল বলছে, ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে পদ থেকে সরানোর পরই তুমুল সমালোচিত হচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এখানেই শেষ নয়, এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা গাজা ও ইজরায়েল সংঘর্ষের কারণ হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বার্থকে কাঠগড়ায় তুলেছেন প্রায় 55 শতাংশ ইহুদি। পাশাপাশি 60 শতাংশেরও বেশি ইহুদি মনেপ্রাণে বিশ্বাস করেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টকে বাদ দিয়ে তার আসনে ইসরাইল কাৎজকে বসানো অত্যন্ত ভুল সিদ্ধান্ত।

প্রসঙ্গত, সমীক্ষায় উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, 45 শতাংশেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইজরায়েলের ভবিষ্যত গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যথেষ্ট চিন্তিত। সেই সাথে ইজরায়েলের আক্রমণমুখী আচরণে একটা বড় অংশের ইহুদি বসতি স্থাপনকারীরা অত্যন্ত অখুশি।

বলা বাহুল্য, গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ইজারেয়েল-গাজা সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় 44 হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে আহতদের সংখ্যা ছাড়িয়েছে 1 লক্ষের গণ্ডি। বিভিন্ন সংবাদ সংস্থা ও সমীক্ষার রিপোর্ট বলছে নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও 5 থেকে 9 বছর বয়সী শিশু।

আরও পড়ুন: ফোনের কোন অ্যাপ সবচেয়ে বেশি চার্জ নষ্ট করে জানুন এই উপায়ে