Bangladesh: সংখ্যালঘু নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ ভেঙে গড়ে উঠবে পৃথক হিন্দুদেশ! পথ দেখাচ্ছেন প্রাক্তন ভারতীয় সেনা কর্তা

Published On:

বিক্রম ব্যানার্জী: ছাত্র আন্দোলন, শেখ হাসিনার পদত্যাগ সেসব এখন অতীত। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা দেশত্যাগের পরই যে আভাসটা পেয়েছিল গোটা বিশ্ব, বর্তমানে সেই চিত্রই ফুটে উঠেছে বাংলাদেশে(Bangladesh)। ওপার বাংলায়(Bangladesh) হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে অমানবিক বাংলাদেশিদের একটা বড় অংশ। যা নিয়ে বারবার সরব হয়েছেন ভারতের বিদ্যজনেরা। এবার সেই পথ ধরেই বাংলাদেশ(Bangladesh) ভেঙে সংখ্যালঘু হিন্দুদের জন্য পৃথক হিন্দুদেশ তৈরির পথ বাতলে দিলেন প্রাক্তন সেনাপ্রধান কর্তা জেনারেল জিডি বক্সি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দু ভাগে বিভক্ত সম্প্রদায় ভিত্তিক বাংলাদেশের একটি মানচিত্র পোস্ট করেছেন তিনি।

প্রাক্তন সেনা কর্তার মানচিত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশের উত্তর অংশ মূলত রংপুর ও দিনাজপুর নিয়ে হিন্দু দেশ গঠন করা হয়েছে। সমাজ মাধ্যমে হিন্দু দেশের মানচিত্র পোস্ট করে জেনারেল জিডি বক্সি লেখেন, ‘মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে বাংলাদেশ। তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে হিন্দু সংখ্যালঘু কমাতে চায়। মনে হচ্ছে তারা লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছে।’ এরপরই বাংলাদেশের প্রতি ভারতের অবদান উল্লেখ করে প্রাক্তন সেরা কর্তা জানান, 1971 সালে 3 হাজার 800 জনেরও বেশি ভারতীয় সেনা, বায়ু সেনার যোদ্ধা ও নাবিকরা পাকিস্তানের হাত থেকে দেশটিকে মুক্ত করতে নিজের জীবন দিয়ে দিয়েছিল। কতটা অকৃতজ্ঞ হতে পারে কেউ। তারা যদি এভাবে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়ে যায় তাহলে এটি সম্ভাব্য সমাধান হতে পারে।’

সোশ্যাল মিডিয়ায় বহুবার ভারত বিদ্বেষী নানান মন্তব্য উঠে আসতে দেখা গিয়েছে। ওপার বাংলার জনগণের গলায় বারংবার চরমে উঠেছে ভারত বিরোধী মতামত। সেই সাথে উঠে এসেছে নানান আপত্তিকর দাবিও। একটা বড় অংশের বাংলাদেশি মনে করেন উত্তর-পূর্ব ভারত নাকি বাংলাদেশের অংশ। অন্যদিকে বাংলাদেশের নামকরা প্রফেসর অসমের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার দাবি জানিয়েছিলেন। ফলত, সময় বদলালে ভারতের প্রতি বাংলাদেশিদের কু-মনোভাব কখনই বদলায়নি। যার প্রতিফলন বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন বিশ্ববাসী। পদ্মা পাড়ের দেশে ভারতীয়দের ওপর অত্যাচার থেকে শুরু করে তাদের জন্মভূমি নিয়ে কুন্তব্য কোনও কিছুই বাদ রাখেনি, মোহাম্মদ ইউনূসের দেশ। সব মিলিয়ে, বারংবার হিন্দু নিরাপত্তার কথা বলেও সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভারত বিদ্বেষী মন্তব্য এবং ক্ষমতার অপব্যবহার দুই বাংলাতে বটেই বরং ভারত-বাংলাদেশ সম্পর্কে এক দীর্ঘ ও সুস্পষ্ট ফাটলের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি! খেতে বসে হাতেনাতে ধরা পড়লেন যুবক, তারপর যা হলো, দেখলে লজ্জায় পড়বেন