জ্বলছে বাংলাদেশ, ক্রমেই তীব্র হচ্ছে ছাত্র আন্দোলন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। ক্রমেই তীব্র হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আন্দোলন। রাজপথ আজ আন্দোলনকারী ছাত্রদের দখলে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের কারণে মৃত্যু হয় ৫ জন ছাত্র – ছাত্রীর। এই ঘটনার পরই রীতিমত ঘৃতাহুতি হয় ছাত্র আন্দোলনে। জায়গায় জায়গায় ছাত্রদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। যার ফলে আহত বহু মানুষ।

সোমবার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের একটা বড় অংশ। সেখানেই ছাত্রলীগের সমর্থকরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলার বিরুদ্ধে দুপুর দুটো নাগাদ মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এরপর সেই মিছিলেও ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায় বলে জানা যায়। দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। অভিযোগ এরইমধ্যে পুলিশ আন্দোলনকারী ছাত্রদের দিকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আন্দোলনকারীর।

আরও পড়ুনঃ আবার যুদ্ধ হবে! ভারত করবে কি?

শুধু ঢাকা নয়। চট্টগ্রামেও ছাত্র আন্দোলনের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। চিকিৎসকরা জানাচ্ছেন যে সব ছাত্র – ছাত্রী নিহত তাদের পিঠে এবং বুকে গুলির চিহ্ন রয়েছে। এরইমধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে সংরক্ষণ বিরোধী আন্দোলন। জ্বলছে বাংলাদেশ। স্লোগান উঠেছে – ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার।’