Bangladesh Hindu threatened for money for Durga Puja: শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশে হিন্দুদের(Bangladesh Hindu) উপর নেমে এসেছে বিপদের কালো ছায়া। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বারংবার সেদেশে সংখ্যালঘু নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র কিন্তু একেবারে আলাদা। সম্প্রতি নামাজের সময় দুর্গাপুজোয়(Durga Puja) মাইক সহ যাবতীয় বাদ্যযন্ত্র বন্ধ রাখার মতো কড়া নিষেধাজ্ঞার পর এবার 5 লক্ষ টাকা চেয়ে হুমকির চিঠি পাঠানো হলো ওপার বাংলার একাধিক হিন্দু মন্দিরে। ‘শান্তিতে দুর্গাপুজো করতে গেলে মোটা অঙ্কের টাকা গুনতে হবে নইলে বিপদ আসন্ন’। যা শোনা মাত্রই ভয় কেঁপে উঠছেন বাংলাদেশী হিন্দুরা।
5 লক্ষ টাকা দাবি করে হুমকির চিঠি বাংলাদেশের হিন্দু পুজো কমিটিগুলিকে
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদার নাম করে বাংলাদেশের বীনাপানি সহ একাধিক হিন্দু পুজো কমিটি গুলিকে 5 লক্ষ টাকার দাবি জানিয়ে হুমকির চিঠি দিয়েছে স্থানীয় কিছু যুবক। জানা যাচ্ছে, প্রাপ্ত ওই চিঠি গুলিতে 5 লক্ষ টাকা পুজোর চাঁদা বাবদ চাওয়ার পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যে ঢাকার কালীবাজার চত্বরের কোনও এক জায়গায় রেখে আসতে হবে। অন্যথায়, হিন্দুদের কচু কাটা করা হবে। হুমকির চিঠির পরিপেক্ষিতে প্রশাসনে জানানো হলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির তরফে। একই দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের একাধিক হিন্দু মন্দিরগুলিতেও।
কোন কোন মন্দিরে পাঠানো হয়েছে হুমকির চিঠি ?
ঢাকেশ্বরী জাতীয় মন্দির (ঢাকা)
এখনও পর্যন্ত যা খবর, ঢাকার অন্যতম হিন্দু মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পুজোর জন্য মোটা অঙ্কের দাবি করে চিঠি পোঁছেছে।
চৈতন্য মহাপ্রভু পৈত্রিক ভিটে (সিলেট)
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পাশাপাশি সিলেটের অন্যতম হিন্দু প্রতিষ্ঠান চৈতন্য মহাপ্রভু পৈত্রিক ভিটেতেও এসে পৌঁছেছে হুমকির চিঠি। একইভাবে এই চিঠিতেও উল্লেখ রয়েছে 5 লক্ষ টাকার।
কান্তজিউ মন্দির (দিনাজপুর)
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তির তরফে জানানো হয়েছে, কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক কান্তজিউ মন্দিরে এসে একটি চিঠি দিয়ে যায়। যাতে উল্লেখ রয়েছে, পুজো করতে হলে 5 লক্ষ টাকা দিতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবেন তারা।
চন্দ্রনাথ মন্দির (সীতাকুণ্ড)
চন্দ্রনাথ মন্দিরেও একই ছবি লক্ষ্য করা গেছে। এখানেও টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ আছে, টাকা না দিলে কচু কাটা করা হবে।
আরও পড়ুনঃ আরজি কর নিয়ে সোনাগাছির তুলনা! প্রাক্তন আইজি-কে আক্রমণ তৃণমূলের
রমনা কালী মন্দির ও আদিনাথ মন্দির
শাহবাগের কালী মন্দির এবং কক্সবাজারের হিন্দু আদিনাথ মন্দিরেও পাঠানো হয়েছে হুমকির চিঠি। যেই চিঠিতে লেখা, 5 লাখ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে অন্যথায় বিপদে পড়বেন সংখ্যালঘুরা।