শুধু বাংলাদেশ (Bangladesh) নয়, যে কোনো দেশের সরকারের কাছেই সেই দেশবাসীর কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষের হাতে যদি কাজ থাকে, যদি উপার্জন সেইভাবে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেই সমাজ বা দেশের অগ্রগতি হয়। এবার সরকারিভাবে না হলেও বেসরকারি ক্ষেত্রে একটি ই-কমার্স কোম্পানি বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। যার ফলে বেকার যুবকেরা উপকৃত হতে পারেন।
তবে হ্যাঁ, এটি আমাদের দেশের কথা নয়, এটা বাংলাদেশের মানুষদের কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে সেই পথ সুগম করছে। ২০২১ সালে বাংলাদেশে Airbeet ই কমার্স কোম্পানি এবং ভার্চুয়াল মার্কেট প্লেস আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করে। একজন বাংলাদেশী প্রবাসী, নাম তানভীর রহমান রাজু, এই এয়ারবিট ই কমার্স কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ প্রায় ৫০০০০ এর বেশি লোক এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে বলে জানা গেছে।
বাংলাদেশের মানুষ এয়ারবিট ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়ি থেকেই যে কোনো পণ্য কিনতে পারেন। ফলে সেখানকার বেকার যুবকদের ক্ষেত্রেও এই ই কমার্স কোম্পানিটি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। গ্রামীণ যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই Airbeet E-COMMERCE কোম্পানি।
আগামী দিনে কোম্পানি গ্রাহক পরিষেবা উন্নত করার পাশাপাশি কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিশালী দিকনির্দেশনা প্রদান করবে। কোম্পানির একটাই লক্ষ্য, বাজার এবং গ্রাহকের চাহিদা পূরণ এবং বৃদ্ধি করা। বর্তমানে বাংলাদেশের হাজার হাজার মানুষ আন্তর্জাতিকভাবে পরিচালিত এই মার্কেটপ্লেস থেকে পণ্য কিনতে পারেন এবং কেনার পরে Airbeet ই কমার্স কোম্পানির তরফে বিশেষ ভাউচার দেওয়া হয়। বাংলাদেশের যেকোনো মানুষ সেটি সংগ্রহ করে কোম্পানির যে কোনো সুবিধা লাভ করতে পারেন।