Bangladesh Durga Puja: বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজা নিয়ে গ্রেফতারির ফরমান জারি করা হলো!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Bangladesh Durga Puja: দুর্গোৎসব(Durga Puja) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। সারা বছর মায়ের আগমনের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকেন সমগ্র বঙ্গবাসী। তবে পুজোর মরশুম শুরু হওয়ার আগেই কপালে চিন্তার ভাঁজ ওপারের বাঙালিদের। দুর্গা পুজোয় ঢাক ও বাদ্যযন্ত্রের পাশাপাশি মাইক বাজানোতেও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের(Bangladesh) ইউনূস সরকার। বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে, নামাজের আগেই পুজোর বাদ্যযন্ত্র বন্ধ করে দিতে হবে এমনই ফরমান জারি হয়েছে ওপার বাংলায়।

বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজোয় বিশেষ নিষেধাজ্ঞা!

বিভিন্ন প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো নিয়ে বিশেষ ফরমান জারি করা হয়েছে। হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে দুর্গাপুজোর কিছু নিয়ম-নীতি ঠিক করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে জাহাঙ্গীর আলম জানান, দেশে দুর্গাপূজো নিয়ে তাদের কোনও আপত্তি নেই। তবে, আজান এবং নামাজের আগে পুজোর বাদ্যযন্ত্র এবং মাইক বন্ধ করে দিতে হবে।

নামাজ শুরুর 5 মিনিট আগেই পুজোর যাবতীয় বাদ্যযন্ত্র বাজানোতেও নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। এছাড়াও তিনি বলেন, অনেক সময় পুরোহিতের অনুপস্থিতিতেও অনেকেই মন্ডপে ঢাক বাজান, তা একেবারেই করে যাবে না। জাহাঙ্গীর আলমের দাবি, বৈঠকে উপস্থিত সকল হিন্দু সংগঠনের নেতারা তার এই প্রস্তাব মেনে নিয়েছেন। কাজেই বাংলাদেশে হিন্দুদের পুজোতে স্বাধীনতা যে খর্ব হবে একথা সম্পূর্ণ স্পষ্ট। অন্যদিকে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে খুশি নন সিংহভাগই। অনেকেই মনে করছেন, নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করে সে দেশে হিন্দুদের উপর চাপ বৃদ্ধি করছে ইউনূসের সরকার।

আরও পড়ুনঃ ডাক্তারদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, হুমকি দিলেন কল্যাণ

প্রসঙ্গত, দুর্গাপুজোয় এমন কড়া নিষেধাজ্ঞা শুনে ভয় পাচ্ছেন সে দেশের বহু হিন্দু ধর্মালম্বীরা। যদিও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রকের উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন জানান, পুজোয় যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে নজর রয়েছে তাদের। কোনও রকম ঝামেলা তৈরি হলে সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সব শেষে তিনি বলেন, সে দেশে হিন্দুদের স্বাধীনতা রক্ষায় তারা সদা স্বচেষ্ট। অন্যদিকে নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানোকে ঘিরে গ্রেফতারির ফরমানও জারি হয়েছে। সবমিলিয়ে ওপার বাংলার হিন্দুরা কতটা নিরাপত্তার সাথে দুর্গোৎসব পালন করতে পারবে তার উত্তর দেবে সময়।