Vanuatu: ফের ভূমিকম্পের কবলে ভানুয়াতু, ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ বাসিন্দা

Published On:

বিক্রম ব্যানার্জী: ফের ভূমিকম্পের কবলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু(Vanuatu)। সপ্তাহ যেতে না যেতেই আবারও অভিশাপের চেহারা দেখল দেশটির জনগণ। সূত্রের খবর, শনিবার ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে ঢিল ছোড়া দূরত্বে 6.1 রিখটার স্কেলে ভয়ানক কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অন্তত 39.9 কিলোমিটার গভীর।

বেশ কিছু প্রতিবেদন মারফত খবর, শনিবার ভয়াবহ ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন পোর্ট ভিলা লাগোয়া বিপর্যস্ত অঞ্চলটির বাসিন্দারা। এই ঘটনার আগে মঙ্গলবার 7.3 রিখটার স্কেলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দ্বীপ রাষ্ট্রটিতে। যার জেরে গত সপ্তাতেই 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে 200 জন।

ভানুয়াতুর ভয়ঙ্কর ভূমিকম্প প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রসের প্যাসিফিক বিভাগের প্রধান কেটি গ্রিনউড জানান, গত মঙ্গলবার ভানুয়াতুতে 7.3 রিখটার স্কেলে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। যে ক্ষতি এর আগে বিপর্যয়ে কবলিত এলাকাটির মানুষ কখনই দেখেনি। প্যাসিফিক বিভাগের প্রধান আরও বলেন, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অন্যতম দীপ রাষ্ট্র ভানুয়াতুতে মঙ্গলবারের অকল্পনীয় ভূমিকম্পে প্রায় 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে মাথা গোজার ঠাই হারিয়ে বেশিরভাগেরই।

আরও পড়ুন: 33 লাখের জালিয়াতির! গ্রেফতারি নিয়ে মুখ খুললেন রবিন উথাপ্পা