বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের সিলেট উপজেলার জৈন্তাপুর সীমান্ত(Border) এলাকা থেকে এক ভারতীয় মহিলাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(BGB) ও ওপার বাংলার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোকামপুঞ্জি এলাকায় যৌথ অভিযান চালায় বিজিবি(BGB) ও সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এরপরই আটক করা হয় তাদের।
জানা গিয়েছে, বাংলাদেশ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ওই ভারতীয় বৃদ্ধার নাম শান্তি লতা মন্ডল। 60 ঊর্ধ্ব ওই মহিলা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কৈখালি গ্রামের বাসিন্দা। অন্যদিকে বৃদ্ধার সাথেই আটক হওয়া বাংলাদেশি ব্যক্তির নাম মুকুল বিশ্বাস। সূত্রের খবর, বাংলাদেশের সিলেট উপজেলার বহর সাধুখালি গ্রামের এক পরিচিত পরিবারের সদস্য তিনি।
বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই ভারতীয় মহিলা দীর্ঘদিন বাংলাদেশের রাজবাড়ী জেলার বলিয়া কান্দির সাধুখালি গ্রামে শান্তি রানী মৃত্তি নামে বসবাস করতেন। বিজিবি আধিকারিকরা বলেন, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিলেট উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায় বাংলাদেশের যৌথ বাহিনী।
ওই সময় নাকি স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। চোখে পড়তেই তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা সম্পর্কে ঠাকুমা ও নাতি। এরপরই দীর্ঘ তল্লাশি চালিয়ে দুজনের ব্যাগ থেকে প্রয়োজনীয়, পোশাক, চাদরসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
সূত্র বলছে, ওই মোবাইল ফোন থেকে অসংখ্য ভারতীয় নম্বরে কল গেছে। এ প্রসঙ্গে বাংলাদেশের সিলেট ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ওই ভারতীয় মহিলা জানিয়েছেন তিনি মুকুল বিশ্বাসের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ ছাড়ার পরিকল্পনায় ছিলেন। বর্তমানে তাদের দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিলেট থানার পুলিশ।
আরও পড়ুন: বড় খবর! কলকাতা থেকে গ্রেফতার আওয়ামী লীগ ও যুবলীগের 4 শীর্ষ নেতা