বিক্রম ব্যানার্জী: শেষ 2 মাসের প্রেসিডেন্ট মেয়াদে নিজের প্রায় সর্বস্ব দিয়ে ইউক্রেনকে সাহায্য করার চেষ্টা করছেন বাইডেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পর এবার জেলেনস্কিকে ল্যান্ডমাইন(Landmine) দিতে রাজি হয়েছেন বর্তমান আমেরিকান(America) প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি আমেরিকার(America) এক প্রতিরক্ষা কর্মী সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
ঘটনাচক্রে ইউক্রেনকে এমন সময়ে আমেরিকান ল্যান্ড মাইন দেওয়ার খবর আসল যখন কিনা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের হাজারতম দিন পূর্ণ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে খুব শীঘ্রই ইউক্রেনকে ল্যান্ডমাইন সরবরাহ শুরু করবে আমেরিকা। আমেরিকার প্রত্যাশা, এই মাইনগুলি ইউক্রেন শুধুই নিজের ভূখণ্ডে ব্যবহার করবে।
প্রসঙ্গত, অতি সম্প্রতি ইউক্রেনকে আমেরিকান এটিএসিএমএস দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার অনুমোদন দিয়েছেন বাইডেন। বাইডেনের এহেন সিদ্ধান্তে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় আঘাত হানার ক্ষেত্রে বারংবার হুশিয়ারি দিয়েছে মস্কো।
এই ঘটনার পর পরই গতকাল অর্থাৎ মঙ্গলবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের হাজারতম দিনের সন্ধিক্ষণে রুশ পরমাণু নীতিতে বদল এনে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন পুতিন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউক্রেনকে আমেরিকার ল্যান্ডমাইন সরবরাহের খবর যে গোটা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলবে একথা প্রায় নিশ্চিত।
আরও পড়ুন: পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত 12 সেনা