বিক্রম ব্যানার্জী: আরজি কর কান্ডের রেশ এখনও গায়ে মেখে রয়েছেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ তথা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন নানান ভাবে নারীরা যে নির্যাতনের শিকার হন তা কমবেশি সকলেরই জানা। স্কুল-কলেজ তো দূর নিজের বাড়িতেই নিরাপদ নন নারী সমাজ। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ(UN Report)। যেখানে বলা হয়েছে, 2023 সালে গোটা বিশ্বে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে প্রতিদিন গড়ে 140 জন নারী খুন হয়েছেন।
রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদন মারফত খবর, 2022 সালে বিশ্বজুড়ে কাছের মানুষদের হাতে খুন হওয়া মহিলাদের সংখ্যা ছিল 48 হাজার 800। গত বছর অর্থাৎ 2023-এ সংখ্যাটা বেড়ে 51 হাজার 100 জনে ঠেকেছে। রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর এবং ইউনাইটেড নেশান ওমেনের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, মহিলাদের ওপর হিংস্রতার ঘটনায় বিশ্বের কোনও অঞ্চলে বাদ নেই।
দিন যত যাচ্ছে আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের হাতে নারী খুনের ঘটনা ততই বাড়ছে। প্রতিবেদনটি এও দাবি করেছে, মহিলা ও কম বয়সী মেয়েদের জন্য তাদের বাড়ি একেবারেই নিরাপদ নয়। স্কুল-কলেজ, টিউশন কিংবা কর্মক্ষেত্র তো দূরের কথা নারীরা বেশিরভাগ বাড়িতেই নির্যাতনের শিকার হন। সূত্র বলছে, চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম মেনেই নারীদের ওপর জোর খাটানোর তাগিদে এই হত্যা লীলা চলছে।
উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদনে নারীদের ওপর চরম অত্যাচারের দায়ের বেশিরভাগটাই চাপানো হয়েছে আফ্রিকার দেশগুলি ওপর। পরিসংখ্যান বলছে, আফ্রিকার দেশগুলিতে নারী হত্যা এবং শারীরিক নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি। গত বছর অর্থাৎ 2023 সালে আফ্রিকায় 21 হাজার 700 জন নারী ও কম বয়সী মেয়ে নিজের আত্মীয় ও পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন। প্রতি লাখে হিসাব করলে সংখ্যাটা 2.9 জন।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ছুটি! হাইকোর্টে জামিন মঞ্জুর শান্তনুর