₹8.5 crores Banana: একটি পাকা কলার দাম প্রায় সাড়ে 8 কোটি টাকা, কিনবেন নাকি?

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: কলা(Banana) কাঁচা অবস্থায় থাকলে সবজি আর পেকে গেলে তা ফল হিসেবে মানুষের খাদ্যতালিকায় জায়গা করে। শীত-গ্রীষ্ম-বর্ষা, সারা বছরই বাজারে চাহিদা থাকে এই ফলটির। কোথাও ডজন হিসেবে 60 থেকে 120 টাকা, কোথাও আবার পিস অনুযায়ী 10 টাকা বা 20 টাকায় বিক্রি হয় এই ফল। কিন্তু আমেরিকায় একটি হলুদ রঙের পাকা কলা(Banana) 10 লাখ আমেরিকান ডলারে বিক্রির জন্য নিলামে উঠেছে। হ্যাঁ, ভারতীয় রুপিতে যার মূল্য প্রায় সাড়ে 8 কোটি(8.5 crores)।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটতে চলেছে আমেরিকার নিউইয়র্কের নিলাম হাউস সদবির এক নিলামে। জানা যাচ্ছে, রুপোলি রঙের টেপ দিয়ে দেওয়ালে আটকে রাখা হয়েছে ওই হলুদ রঙের পাকা কলাটি। যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। দেওয়ালে সাঁটানো ওই পাকা কলাটি শিল্প কর্ম হিসেবে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। কলাটির নাম দেওয়া হয়েছে কমেডিয়ান। ইতালির মাউরিজিও কাতেলান নামক এক শিল্পী এই শিল্পকর্মটি বানিয়েছেন।

কলা নিয়ে শিল্পকর্ম প্রদর্শনের যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। সে বছর প্রথম আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে একটি পাকা কলাকে শিল্পকর্ম হিসেবে রাখা হয়েছিল। তবে সেই শিল্প কর্মের জায়গা দেওয়ালে বেশিক্ষণ স্থায়ী হয়নি। অন্য আরেক শিল্পী কলাটি দেখে তা খুলে খেয়ে ফেলেন। এই ঘটনায় হাসির রোল পড়ে যায় প্রদর্শনী হাউস জুড়ে। পরবর্তীতে আরেকটি পাকা কলা এনে সেই ফাঁকা জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছিল।

যা দেখতে একপ্রকার উপচে পড়েছিল দর্শনার্থীদের ঢল। কলাটির সাথে সেলফি থেকে শুরু করে ভিডিও তোলার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছিল আর্ট গ্যালারি জুড়ে। শেষ পর্যন্ত দর্শনার্থীদের চাপে শিল্পকর্মটিকে দেওয়াল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার তিনটি সংস্করণ 1 লাখ 50 হাজার আমেরিকান ডলারে বিক্রি হয়েছিল বলেই খবর। এরপর থেকেই কলা নিয়ে শিল্পকর্ম প্রদর্শনীর একটা হুজুক তৈরি হয় শিল্পীদের মধ্যে। যার প্রতিফলন সদবির নিলাম হাউসের পাকা কলাটি। সূত্রের খবর, আগামী 20 নভেম্বর সদবির নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে শিল্প কর্ম হিসেবে কলাটির দাম উঠতে পারে 10 লাখ থেকে 15 লাখ আমেরিকান ডলারে।

আরও পড়ুন: মেট্রোতে তুলকালাম কান্ড! যুবককে মাটিতে ফেলে বেধড়ক মার যাত্রীদের