Accident: 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ইরানে, নিহত 9

Published On:

বিক্রম ব্যানার্জী: ভয়াবহ সড়ক দুর্ঘটনার(Accident) সাক্ষী থাকলো ইরান! সোমবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জাতীয় সড়কে জ্বালানিবাহী ট্রাকের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সূত্রে খবর, 1 দিনের মধ্যে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো দেশটি। জানা গিয়েছে, সিস্তান থেকে বেলুচিস্তানগামী একটি জ্বালানিবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। যার জেরে ঘটনাস্থলেই প্রাণ যায় 9 জন যাত্রীর। সূত্রের খবর, বেলুচিস্তানের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বেলুচিস্তান প্রদেশের জাহেদান এলাকায় জ্বালানিবাহী ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি কমপক্ষে 13 গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের প্রত্যেককেই আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এর আগে গত শনিবার ইরানের পশ্চিমাঞ্চলের লোরিস্তান প্রদেশের এক গিরিখাতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। যার জেরে অন্তত 10 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। বলা বাহুল্য, গতবছর অর্থাৎ 2023 সাল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ইরানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 20 হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। যার একমাত্র কারণ হিসেবে দেশের দুর্বল যোগাযোগ ব্যবস্থাকে দায়ী করেছেন জনগণ।

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি কাম্বলি, অবস্থা সংকটজনক!