বিক্রম ব্যানার্জী: চিনের(China) হুনান প্রদেশের ঝাংজিয়াজি শহরের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। স্থানীয় সময় শনিবার ভোর 5 টা বেজে 2 মিনিটে আগুন লাগার ঘটনাটি ঘটে। বেইজিং ভিত্তিক এক সংবাদ সংস্থা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের(Fire) ঘটনাটি প্রকাশ্যে এনেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হুনানের ঝাংজিয়াজি শহরের সাঙঝি কাউনটির একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় ফ্লোর দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। সূত্রের খবর, আগুন নেভানো গেলেও ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যুর হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে বলেই খবর।
আরও পড়ুন: রানের লক্ষ্যে বাঁধা পরে সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান, আঁটসাঁট বোলিংয়ে অস্ট্রেলিয়া
প্রসঙ্গত, চলতি বছরে চিনে অগ্নিকাণ্ডের ঘটনা এটাই প্রথম নয়। গতমাসে আনহুই প্রদেশের হুয়ানান শহরের একটি বিলাসবহুল বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছিল। একইভাবে বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে জিয়াংজি প্রদেশের জিনইউ শহরের একটি আবাসনে আগুন লাগায় 39 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সরকারের তরফে বারংবার জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস মিললেও বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা।