Israeli Attack: লেবাননকে মৃত্যুপুরীতে পরিণত করবে ইজরায়েল! মাত্র দু-সপ্তাহে নিহতের সংখ্যা 3,670

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ইজরায়েলের প্রাণঘাতী হামলার(Israeli Attack) কাছে মাথা নত করেছে লেবাননের জনগণ। সূত্রের খবর, নেতানিয়াহুর দেশটির ক্রমাগত আক্রমণে(Israeli Attack) লেবাননে নিহতদের সংখ্যা সাড়ে 3 হাজার ছাড়িয়েছে। এক অতি পরিচিত সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার লেবাননে ভয়াবহ ইজরায়েলি হামলায়(Israeli Attack) 25 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মারফত খবর, চলতি নভেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ইজরায়েলি হামলায় বিশেষত নারী ও শিশু সহ 3 হাজার 670 জনের মৃত্যু হয়েছে। একই সাথে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 60 জন মানুষ। যা নিয়ে এখনও পর্যন্ত আহতদের সংখ্যা সাড়ে 15 হাজার ছুঁই ছুঁই। যুদ্ধবিধ্বস্ত লেবাননে বিমান হামলার পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী। যার জেরে দক্ষিণ লেবাননে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 7 জন। যাদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মৃত এবং আহতদের উদ্ধার কার্যে নিয়োজিত একটি দলকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে জোরালো হামলা চালিয়েছে ইজরায়েল। যেই ঘটনায় ফের নতুন ভাবে হতাহতের সংখ্যা বেড়েছে। সূত্রের খবর, বৈরুতে ইজরায়েলি হামলায় আরও 20 জন মানুষের প্রাণ গেছে। সেই সাথে গুরুতর চোট পেয়েছেন 66 জন। সব মিলিয়ে, প্রথমে হামলা এবং তারপর নিহতদের উদ্ধার করতে গেলে লেবাননের ওপর ফের জোরালো হামলার মাধ্যমে নিজস্ব ক্ষমতা জাহির করছে ইজরায়েল।

আরও পড়ুন: দলে অবস্থান স্পষ্ট বিরাটের!অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েই হুঙ্কার ছাড়লেন ভারতীয় মহাতারকা