বিক্রম ব্যানার্জী: মঙ্গলবার নিজেদের অধিকারের দাবিতে(Rights) নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের বুকে বিক্ষোভ (Protest)দেখিয়েছেন হাজার হাজার আদিবাসী মাওরি(Maori) সম্প্রদায়ের মানুষ। মূলত নিজেদের অধিকার বুঝে নিতে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে বদলের প্রতিবাদে ও সমাজে স্বাধীনভাবে বাঁচার জন্যই এই বিক্ষোভ(Protest) মিছিলে পা মিলিয়ে ছিলেন তারা(Maori)।
আরও পড়ুন: সন্তানদের জন্য গোপনে দুটি বিলাসবহুল প্রাসাদ কিনলেন ইলন মাস্ক, দাম জানলে চমকে যাবেন
সূত্রের খবর, ওয়েলিংটনের পোতাশ্রয়ের পার্শ্ববর্তী এলাকার রাজপথে দাঁড়িয়ে একসঙ্গে প্রায় 35 হাজার মাওরি হাতে লাঠি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিন সকাল থেকে ওয়েলিংটনের রাস্তায় তুমুল বিক্ষোভের কারণে বন্ধ ছিল যান চলাচল। মাওরি সম্প্রদায়ের মানুষজন দলবেঁধে পার্লামেন্ট ভবনের দিকে রওনা হয়েছিলেন বলেই খবর।
মঙ্গলবার মাওরি সম্প্রদায়ের পুরুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পালকের পোশাক পরে বিক্ষোভ মিছিলে পা বাড়িয়েছিলেন। কেউ কেউ আবার সাদাকালোর মিশেলে মাওরি সম্প্রদায়ের পতাকা হাতে পথে নেমেছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা যায়। মিছিলের সামনের সারির মাওরিরা মুখে তাদের ঐতিহ্যবাহী মোকো ট্যাটু করে এসেছিলেন। সঙ্গে ছিল কাঠের তৈরি অস্ত্রও।
মাওরিদের অধিকারের দাবিতে মিছিলে পা বাড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। মিছিলে অংশ নেওয়া নিক স্টুয়ার্ট বলেন, ‘অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। সকলেই পায়ে হেঁটে এখানে সমর্থন জানাতে এসেছেন। এই আয়োজন খুবই শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল।’ জানা গিয়েছে, নিউজিল্যান্ডের ক্ষমতাসীন জোটের একটি রাজনৈতিক দল 1880 সালে সই হওয়া ওয়েতোঙ্গি চুক্তিকে পুনরায় স্থাপন করতে পার্লামেন্টে উত্থাপনের জন্য একটি বিলের খসড়া তৈরি করে।
এরপরও এই বিল দেশে তুমুল বিক্ষোভের জন্ম দিয়েছে। গত সপ্তাহে এই বিলের খসড়া নিউজিল্যান্ডের পার্লামেন্টে উপস্থাপন করা হলে অধিবেশন চলাকালীন বিলের তীব্র বিরোধিতা করেন মাওরি সম্প্রদায়ের আইন প্রণেতারা। বলা বাহুল্য, সাধারণত উপনিবেশিক ব্রিটিশ শাসক এবং আদিবাসী মাওরি সম্প্রদায়ের 540 জন্য প্রধানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তা নতুনভাবে সংজ্ঞায়িত না করে সম্পূর্ণ বদলে ফেলায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মাওরিরা।