Car Crash: চিনে দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত 35, আহত কমপক্ষে 45 জন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: চিনের ঝুহাই শহরে গাড়ি চাপা(Car crash) পড়ে মৃত্যু হল 35 জন পথচারীর। আহত হয়েছেন আরও 43 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ ঘটনাটি ঘটে চিনের সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায়। সূত্রের খবর, 62 বছর বয়সী এক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সজোরে ধাক্কা মারলে প্রাণনাশক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, ঝুহাই স্পোর্টস সেন্টারে নিয়মিত শরীর চর্চা করতে যেতেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় সেই উদ্দেশ্যেই সেখানে ভিড় জমিয়েছিলেন তারা। এমন সময়ে হঠাৎই দাবানলের গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 80 জন পথচারীর ওপর উঠে যায়। যার জেরে 35 জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় 43।

সাধারণ জনগণের ওপর হামলা চালিয়ে চম্পট দেওয়া চালককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর 62 বছরের ওই বৃদ্ধ চালকের নাম ফ্যান। গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনিও। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আধিকারিকরা জানিয়েছে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, অভিযুক্ত গাড়ির চালক প্রচন্ড জোরে মাথায় আঘাত পেয়েছেন বর্তমানে তিনি কোমায়।

আরও পড়ুন: ভারতকে বেকায়দায় ফেলতে আইসিসিকে ‘1996 ওয়ার্ল্ডকাপ মডেল’ অনুসরণের পরামর্শ দিলেন প্রাক্তন পাক তারকা

প্রসঙ্গত, সোমবার ভয়াবহ দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন প্রত্যক্ষদর্শীরা। তবে চিনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেগুলির বেশির ভাগই মুছে ফেলা হয়েছে। ভাইরাল দৃশ্য গুলিতে করুণ অবস্থায় পথচারীদের রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই সাথে তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদেরও।