Nigeria: পেটের টানে ছুঁটে এসেছিলাম… কিন্তু বাড়ি ফিরতে পারলাম কই! নাইজেরিয়ায় ক্রিসমাস ফান ফেয়ারের বিতরণী অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত 35 জন শিশু

Published On:

বিক্রম ব্যানার্জী: দুর্গাপুজো হোক কিংবা ক্রিসমাস, উৎসব মানেই সরল মনে খুশির ছোঁয়া, সাম্প্রদায়িক মেলবন্ধন, দুর্দান্ত কিছু মুহূর্ত। তবে শীতকালীন উৎসব তথা ক্রিসমাস ফান ফেয়ার এবার মন ভার করা চিত্র তুলে ধরলো। হ্যাঁ, উৎসব মুখরিত মানুষের মাঝে নাইজেরিয়ায়(Nigeria) ধরা পড়ল সর্বনাশের ছবি।

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমের অন্যতম শহর ইবাদানে ক্রিসমাস ফান ফেয়ার অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। আর সেখানেই অতিরিক্ত জমায়েতের কারণে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে 35 জন শিশুর। সেই সাথে আরও 6 জন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার এক জনপ্রিয় বিদেশি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, প্রতিবছরই নাইজেরিয়ার ইবাদান শহরে বড়দিন উপলক্ষে জাঁকজমক ভাবে নানান বিচিত্র বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারেও সেই পথেই হেঁটেছিলেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, অনুষ্ঠানটির আয়োজকরা ক্রিসমাস উপলক্ষে সাধারণ মানুষ মূলত শিশুদের খাবার ও অর্থ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যার জেরে অনুষ্ঠানের নির্দিষ্ট দিন।ক্রিসমাস ফান ফেয়ারে হাজার হাজার মানুষের সমাগম হয়। স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সেদিন 5 হাজারেরও বেশি শিশু ক্রিসমাস ফান ফেয়ারে উপস্থিত হয়েছিলেন। যার কারণে ভিড়ের প্রবল চাপ সামলাতে না পেরে পদদলিত হয়ে মৃত্যু হয় 35 জন একরত্তির।

পুলিশ সূত্রে খবর, ক্রিসমাস ফান ফেয়ার অনুষ্ঠানে অর্থ ও খাবার বিতরণকে কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইবাদান শহরের এক ইসলামিক স্কুল থেকে 8 জন অজ্ঞাত পরিচয় যুবককে আটক করেছে পুলিশ। সূত্র বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানের এক উদ্যোক্তাও রয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে পুরো দমে চলছে তদন্ত।

ইবাদান শহরে শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। সেই সাথে সন্তান হারানো মা-বাবাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। ভয়াবহ দুর্ঘটনায় শোকাহত রাজ্যের গভর্নর সেয়ি মাকিন্দেও।

তিনি শহরজুড়ে শিশু মৃত্যুর ঘটনাটিকে ‘দুঃখজনক দিন’ বলে অভিহিত করেছেন। এছাড়াও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মৃত শিশুদের মা-বাবাদের প্রতি সমবেদনা জানিয়েছেন মাকিন্দে। বেশ কিছু সূত্র মারফত খবর, প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের তরফে ঘটনাটির তীব্র নিন্দা করার পাশাপাশি কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাসও মিলেছে।

আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে কাজে এলো না কোনও ছক, ওয়ানডের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে গুড়িয়ে দিল শহীদির দল