Israel-Palestine Conflict: ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে জাবালিয়ায় নিহত 30 ইজরায়েলি সেনা, কঠিন হচ্ছে পরিস্থিতি!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে চলমান স্থল অভিযানে ফিলিস্তিনি(Palestine) লড়াকুদের সাথে ইজরায়েলের(Israel) ভয়াবহ সংঘর্ষে 30 জন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে। সোমবার এই খবর জানিয়েছে ইজরায়েলের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: মাদক দ্রব্য গ্রহণ করায় ফের নিষিদ্ধ কেউই পেসার

প্রাপ্ত তথ্য অনুযায়ী, 5 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইজরায়েল। যার জেরে এখনও পর্যন্ত অসংখ্য ফিলিস্তিনি। মৃত্যুবরণ করেছেন। তবে রবিবার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইজরায়েল সেনার ভয়াবহ সংঘর্ষে 30 জন জওয়ানের পর আরও 2 জন ইজরায়েল সৈনিকের মৃত্যুর খবর সামনে এনেছে দেশটির এক অতি পরিচিত সংবাদ মাধ্যম। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেন।

ইজরায়েলের আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, 400 দিনের যুদ্ধে দুই ডিভিশন মিলিয়ে প্রায় সমান সেনা নিহত ও আহত হয়েছেন। ইজরায়েলের উদ্যোগে শুরু হওয়া স্থল অভিযানে বলি হওয়া জওয়ানদের জন্য সংবাদ মাধ্যমটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলেছে। একই সাথে সেনাবাহিনীর ভয়াবহ সংকটের জন্য দায়ী করা হয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদেরও।

ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালের 7 সেপ্টেম্বর থেকে গাজায় শুরু হওয়া ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত 43,846 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। মৃত্যুর পাশাপাশি আহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখের গণ্ডি। আশঙ্কা করা হচ্ছে, ইজরায়েল সেনাদের মৃত্যু ফিলিস্তিনিদের জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। কেননা, সেনা মৃত্যুর জবাবে মুড়ি-মুড়কির মত প্রাণ কেড়ে নিতে এক ফোঁটাও দ্বিধাবোধ করবে না ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রক।