বিক্রম ব্যানার্জী: ভয়ঙ্কর ঘটনা! পাকিস্তানে বর-কনে সহ একটি যাত্রী বোঝাই বাস (Bus)নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সিন্ধু নদে গিয়ে পড়ে। যার জেরে এখনও পর্যন্ত 26 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ এই ঘটনার কথা প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে এক পাকিস্তানি সংবাদ মাধ্যম।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তানের গিলগিট-বালতিস্তান সংলগ্ন দিয়ামার জেলায় দুপুর একটা নাগাদ ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বিয়ের কনে-বর সহ তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট 27 জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বাসটি। এমন সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। বাসের গতি বেশি থাকায় তা সরাসরি পাশের নদীতে গিয়ে পড়ে।
সূত্রের খবর, দুর্ঘটনা কবলিত বাস থেকে 13 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে 12 জনের লাশ এখনও পর্যন্ত মেলেনি। তবে নববধূকে জীবিত উদ্ধার করা গেলেও হাসপাতালে ভর্তির পরই তার মৃত্যু হয়। এদিকে সদ্য বিবাহিত স্বামীর দেহ সনাক্ত করা যায়নি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নদীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় বাকিদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: COP 29 শীর্ষ সম্মেলনে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপথ্যে কোন কারণ?