Giant Panda: বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাবে হাজার হাজার পান্ডা, নয়া উদ্যোগ কর্তৃপক্ষের

Last Updated:

বিক্রম ব্যানার্জী: দূরের গন্তব্য থেকে ফিরে বিমানবন্দরে নামতেই দেখবেন একসঙ্গে আড়াই হাজার পান্ডা(Panda) আপনাকে স্বাগত জানাচ্ছে! কোনওটা শুয়ে, কোনওটা আবার বসে আছে আপনারই অপেক্ষায়। সত্যিই যদি এমন হত! এমন দৃশ্য কল্পনাতেও আসেনা যাত্রীদের। তবে এবার সেই অকল্পনীয় ঘটনাকে বাস্তব রুপ দিতে চলেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও সাদাকালো পান্ডাগুলির(Panda) একটিও আসল নয়, সবই ভাস্কর্য হিসেবে থাকবে সেখানে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপের নেপথ্যে রয়েছে বিশেষ এক কারণ। জানা গিয়েছে, হংকংয়ের এক পার্কে সদ্য পৃথিবীর আলো দেখেছে দুই পান্ডা শাবক। জনপ্রিয় প্রাণীটির বংশবৃদ্ধি হওয়ায় খুশির বন্যায় ভেসেছেন হংকংবাসী। আর সেই আনন্দ থেকেই ‘পান্ডা গো! ফেস্ট এইচকে’ নামক এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত সোমবার হংকং বিমানবন্দরে উদ্বোধন হওয়া প্রদর্শনী অনুষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হবে আগামী শনিবার থেকে।

হংকংয়ের ওশান পার্কে জন্ম নেওয়া পান্ডা শাবক দুটির বাবা-মাকে বেইজিংয়ের উপহার হিসেবে পেয়েছিল ওই পার্ক কর্তৃপক্ষ। সূত্রের খবর, মেয়ে পান্ডাটি বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডা হিসেবে প্রথমবার সন্তান জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছে, আসন্ন 2025 চালের ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীরা ওশান পার্কে নবজাতক পান্ডা দুটিকে দেখার সুযোগ পাবেন। বলা বাহুল্য, চিন হংকংয়ের ওশান পার্কে পান্ডা দম্পতি ছাড়াও এন এন ও কে কে নামক দুটি পান্ডা উপহার হিসেবে পাঠিয়েছিল। তারা বর্তমানে নতুন ঠিকানায় বিলাসবহুল দিনযাপন করছে।

উল্লেখ্য, হংকং বিমানবন্দরে প্রদর্শনীর জন্য রাখা পান্ডাগুলি ওশান পার্কের 6 পান্ডার আদলে তৈরি করা হয়েছে। পুনরায় ব্যবহার যোগ্য রবারের ব্যারেল ও রেজিনসহ আরও বেশ কিছু উপাদান দিয়ে পান্ডার ভাস্কর্যগুলি বানানো হয়েছে। মূলত হংকংয়ের অর্থনীতিকে চাঙ্গা করতেই এই বিশেষ পান্ডা প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে Apple Watch দিচ্ছে HDFC! সুযোগ হাতছাড়া করবেন? রইল বিস্তারিত