Comoros: মর্মান্তিক ঘটনা! কোমোরোস উপকূলে নৌকা ডুবে মৃত 25

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ফের ভয়ঙ্কর দুর্ঘটনা! পূর্ব আফ্রিকা উপকূলে ভারত মহাসাগরের কোমোরোস(Comoros) দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময়ে ডুবে যায় যাত্রীবাহী একটি নৌকা। জলপথের মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা আইওএমের তরফে জানানো হয়েছে শুক্রবার রাতের এই ঘটনার সাথে যুক্ত রয়েছে মানব পাচারকারীরা।

আরও পড়ুন: Google Account-এর নম্বর আপডেট করুন সহজেই, রইল পদ্ধতি

রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে আঞ্জোয়ান ও মায়োত্ত দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে যাত্রীবাহী নৌকাটিকে ডুবিয়ে দেয় কয়েকজন মানব পাচারকারী। জানা গিয়েছে, নৌকাটিতে বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 30 জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে 7 জন মহিলা ও 4 জন শিশুও ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সূত্র বলছে, নৌকা ডুবির ঘটনায় 5 জনকে জীবিত উদ্ধার করা গেলেও তাদের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের প্রত্যেককেই স্থানীয় জেলেরা শনিবার মাছ ধরতে গিয়ে উদ্ধার করে।

প্রসঙ্গত, এই নিয়ে আঞ্জোয়ান থেকে মায়োত্ত যাওয়ার পথে বিগত তিন মাসের মধ্যে তিনবার নৌকা ডুবির ঘটনা ঘটল। বলা বাহুল্য, গত আগস্টে আঞ্জোয়ান থেকে মায়োত্ত যাওয়ার রাস্তায় নৌকা ডুবির কারণে 8 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। একইভাবে সেপ্টেম্বরেও 12 জনের যাত্রীবাহী একটি নৌকা মায়োত্ত যাওয়ার আগেই ডুবে গিয়েছিল। ফলত পরপর নৌকাডুবির ঘটনায় রাষ্ট্রপুঞ্জের সংস্থার পর শিশু ও মহিলা পাচারকারী সংগঠনের হাত রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।