230 Indians: চোরাপথে আমেরিকায় যেতে গিয়ে বিপদের মুখে 230 জন ভারতীয়, খোয়া গেছে 3 কোটি টাকা

Published On:

বিক্রম ব্যানার্জী: শাহরুখের ডাঙ্কি মুভিতে দেখানো দৃশ্য এবার বাস্তবে পা রাখল। উন্নত জীবন যাপন এবং বেশি বেতনের চাকরির খোঁজে চোরাপথে বেআইনিভাবে আমেরিকায় পৌঁছতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে 230 জন ভারতীয়(Indians)। সূত্র বলছে, বাইডেনের দেশ তো দূর অস্ত, সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে তাদের। জানা গিয়েছে, মূলত দালাল চক্রের কোপে পড়ে আমেরিকায় পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা। যার জন্য গুনতে হয়েছিল প্রায় 3 কোটি টাকা।

শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারতীয়দের ঘুর পথে আমেরিকায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দালালরা। বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তাদের প্রত্যেককে চোরাপথে আমেরিকায় নিয়ে যাওয়া হবে। যেই বিশ্বাসের ফাঁদে পড়ে গাটের কড়ি খোয়ালেন অসংখ্য ভারতীয়। সূত্র মারফত খবর, দুবাইয়ে আটক হওয়া 230 জন ভারতীয়দের মধ্যে 170 জনই গুজরাটের বাসিন্দা। তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন প্রাপ্তবয়স্ক নারী এবং বৃদ্ধ-বৃদ্ধা।

এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরার শারজায় ধৃত ভারতীয়দের মধ্যে রয়েছে বহু শিশু ও নাবালকও। তারা বর্তমানে শারজার হোটেলে রয়েছেন । জানা গিয়েছে, 170 জন ছাড়া বাকি সকলেই দিল্লি ও পাঞ্জাবের বাসিন্দা। ঘটনাটির তদন্তে নিযুক্ত আধিকারিকরা জানিয়েছেন, বেআইনিভাবে আমেরিকায় নিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছেন বেশ কয়েকজন দালাল। তাদের মধ্যে যাদের নাম সামনে এসেছে তাঁরা হলেন, ধবল, সমীর এবং দুবাইয়ের বাসিন্দা হসমুখ। এই 3 জন ছাড়াও দালাল চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাজি এবং ঠাকুর সাহেব নামক দুই ব্যক্তিও।

উল্লেখ্য, কাদি, কালোল এবং আহমেদাবাদের বেশ কয়েকজন দালাল প্রথম মানব পাচারের কাজ শুরু করেন। তারাই নাকি এই ভারতীয়দের আমেরিকার উদ্দেশ্যে পাঠানোর জন্য বিমানে তুলে দিয়েছিলেন। সেই সাথে উন্নত জীবনযাত্রার উদ্দেশ্যে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার মূল্য বাবদ তাদের কাছ থেকে 3 কোটিরও টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন তারা।

আরও পড়ুন: আমেরিকায় ভারতীয় যুবকের মৃতদেহ উদ্ধার, কাঠগড়ায় ওপেন এআই!