Bomb Blast: ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! নিহত 21

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে(Bomb Blast) কেঁপে উঠল পাকিস্তান! দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোয়েটার এক রেলস্টেশনে শনিবার সকাল সাড়ে 9 টা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত 21 জন যাত্রীর মৃত্যুর খবর সামনে এসেছে, আহত প্রায় 30 জনের কাছাকাছি। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন শীর্ষ পুলিশকর্তা মোহাম্মদ বালোচ।

আরও পড়ুন: কিউইদের কাছে চুনকাম! টানা 6 ঘন্টা বিসিসিআইয়ের কাঠগড়ায় রোহিত-গম্ভীর

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের শোচনীয় অবস্থার কথা প্রায় সকলেরই জানা। উত্তর পশ্চিমে সন্ত্রাসবাদী হামলা এবং দেশের দক্ষিণ অংশে বিচ্ছিন্নতাবাদীদের পারস্পরিক সংঘর্ষ মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এহেন আবহে শনিবার একটা অন্যরকম সকাল দেখতে হল দেশবাসীকে।

পুলিশ সূত্রে খবর, পেশোয়ারের উদ্দেশ্যে একটি ট্রেন রওনা দিয়েছিল এমন সময়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্ত্বর। তবে এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগ রয়েছে কিনা তা জানা যায়নি। পুলিশ আধিকারিকরা ধারণা করছেন শনিবারের বিস্ফোরণটি আত্মঘাতী বিস্ফোরণ হতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জাফর এক্সপ্রেস সকাল 9 টার কিছু সময়ের মধ্যেই পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

ঠিক ওই সময়েই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় 21 জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে আহত হয়েছেন 30 জন যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা পুলিশের তদন্তের আওতায়। যত দ্রুত সম্ভব বিস্ফোরণকারীদের খুঁজে বের করা হবে।