বিক্রম ব্যানার্জী: পাকিস্তান-আফগানিস্তান সীমানায় সেনাবাহিনীদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনার জের ইতিমধ্যেই 19 জন পাক(Pakistan) সেনার মৃত্যু হয়েছে। সূত্র বলছে, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘাতের ঘটনায় প্রাণ গেছে আরও 3 জন আফগানবাসীর। আফগানিস্তানের(Afganistan) জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, পাক সীমান্ত ঘেঁষা আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া রাজ্যে এখনও দুই বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। জানা গিয়েছে, আফগান সীমান্ত পেরিয়ে খোস্ত রাজ্যের বেশ কিছু পাক সামরিক ঘাঁটিতে ব্যাপক অত্যাচার চালিয়েছে আফগান সেনা। পাকিস্তানের সেনা চৌকিতেও আগুন লাগিয়ে দিয়েছে তারা।
সূত্র মারফত খবর, পাকতিয়া রাজ্যের ডান্ড-ই-পাতান জেলার একাধিক পাকিস্তানি পোস্ট কব্জা করে ফেলেছে আফগান সেনা। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, ডান্ড-ই-পাতানের পাকিস্তানি পোস্টগুলি দখল করে নেওয়ার পরই আফগান সেনাদের উদ্দেশ্য করে ছোড়া পাক মর্টার শেল 3 আফগানবাসীর প্রাণ নিয়েছে।
বলা বাহুল্য, পাকিস্তানের মাটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার মাঝরাতে আফগানিস্তানের পাকতিয়া রাজ্যের বারমাল জেলায় ভয়াবহ হামলা চালায় পাকিস্তান বাহিনী। পাকিস্তানের জোরালো আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 46 জন আফগানিস্তানির। জানা গিয়েছে, এই হামলার পরই পাকিস্তানকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়।