Mozambique: বিক্ষোভের সুযোগ নিয়ে ভয়াবহ দাঙ্গা মোজাম্মিকের কারাগারে! মৃত 33, পলাতক কমপক্ষে 1500 কয়েদি

Published On:

বিক্রম ব্যানার্জী: ভয়ঙ্কর ঘটনা! মোজাম্বিকের(Mozambique) রাজধানী মাপুতোর এক কারাগারে কয়েদিদের মধ্যে তুমুল সংঘর্ষের জেরে 33 জন বন্দীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। সেই সাথে ভয়ানক দাঙ্গার সুযোগে জেলের দেওয়াল ভেঙে পালিয়েছেন প্রায় দেড় হাজার কয়েদি। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে মোজাম্মিক পুলিশের প্রধান বার্নার্ডিনো রাফায়েল এই তথ্য জানিয়েছেন।

আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতোর এই ঘটনায় ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে মোজাম্মিক পুলিশ প্রধান বার্নার্ডিনো জানান, গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের কারণে বিরোধীদের মধ্যে যে ক্ষোভের জন্ম হয়েছিল তা অব্যাহত রয়েছে। মোজাম্মিকের নির্বাচনী ফলাফল ক্ষমতাসীন দল ফ্লেলিমোর জয় নিশ্চিত করেছে। যদিও শীর্ষ আদালতের তরফে সোমবারের এক রায়ে একটি বিরোধী রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটে। মূলত ভোট বাক্সে কারচুপির অভিযোগ তুলেই বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ।

সূত্র বলছে, এই রাজনৈতিক অস্থিরতা সুযোগ নিয়েই মাপুতোরের ওই কারাগারটির কয়েদিরা নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে সংঘাত শুরু করে। যার ফলস্বরূপ বহু হতাহতের পাশাপাশি প্রায় 1500 জন কয়েদি জেলের দেওয়াল ভেঙে পালিয়েছেন। তবে পুলিশ সূত্রে খবর, ওই মর্মান্তিক ঘটনার পরই 150 জন কয়েদিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। বলা বাহুল্য, মোজাম্মিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই সিংহাসন দখল করে ফ্লেলিমো পার্টির সদস্যরা। আর এর পর থেকেই দেশজুড়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বহু রাজনৈতিক ব্যক্তিত্বসহ আম জনতা।

আরও পড়ুন: কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা কোহলির! সাসপেন্ড হতে পারেন ভারতীয় মহাতারকা