Ecuador Prison Riot: ইকুয়েডরের এক জেলে বন্দিদের ভয়ঙ্কর সংঘর্ষ, নিহত 15

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ইকুয়েডরের(Ecuador) গায়াকিল বন্দরের এক কারাগারে(Prison) ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত 15 জন বন্দির মৃত্যু হয়েছে। আহত 14 হয়েছেন জনেরও বেশি। ভয়ঙ্কর এই ঘটনার খবর প্রকাশ্যে আসে মঙ্গলবার। অতি পরিচিত এক ব্রিটিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে ঘটনাটির যাবতীয় তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে সংঘর্ষের কথা উল্লেখ করে জানায়, দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের গায়াকিল বন্দর সংলগ্ন এক কারাগারে পারস্পরিক হিংসার ঘটনায় 15 জন বন্দি নিহত হয়েছেন। একে অপরের মধ্যে হাতাহাতি থেকে ঘটনাটি তুমুল সংঘর্ষের রূপ নিলে বীভৎস পরিস্থিতি তৈরি হয়। নিহতদের পাশাপাশি আহত হন 14 জনেরও বেশি বন্দি।

সূত্রের খবর, গুয়াকিল শহরের এল লিটোরাল জেলে মঙ্গলবার ভোররাতে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে, এদিন ভোরের দিকে কারাগারের মধ্যে প্রচন্ড চিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছিলেন তারা। পরবর্তীতে সেখানে একটি হেলিকপ্টারকেও উড়তে দেখা গিয়েছে।

জানা যায়, হতাহতের খবর প্রকাশ্যে আসতেই তদন্তকারী আধিকারিকরা কারাগারে তল্লাশি অভিযান চালায়। তবে ঠিক কী কারণে জেলের বন্দিরা একে অপরের উপর চড়াও হলেন তা জানা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি একটি কৌশলগত ইউনিটের আওতায় রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছেন তারা।

আরও পড়ুন: মহাকাশচারীদের গল্প লিখে বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা

উল্লেখ্য, এল লিটোরাল জেলে বন্দিদের সংঘর্ষের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বহুবার ওই জেলে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। যেগুলির মধ্যে সবথেকে ভয়ানক ছিল 2021 সালের সেপ্টেম্বরে হওয়া সংঘর্ষ। সূত্র বলছে, সেবার নৃশংসতায় প্রায় 120 জন বন্দির মৃত্যু হয়েছিল।