বিক্রম ব্যানার্জী: পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাকতুনখাওয়ায় শিয়া ও সুন্নিদের ভয়াবহ সংঘর্ষে(Shia-Sunni Conflict) গত 2 দিনে 13 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দ্বীপাক্ষিক সংঘর্ষে(Shia-Sunni Conflict) 11 জন শিয়া ও 2 জন সুন্নি সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। সেই সাথে আহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের সাথে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাকতুনখাওয়ায় প্রদেশের কুরমার এলাকায় বসবাসকারী শিয়াদের দীর্ঘ কয়েক দশক ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। পাকিস্তান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ হলেও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলটিতে শিয়ার সংখ্যায়ই বেশি।
ফলত দুই পক্ষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বর্তমানে প্রতিদিনের চলতি বিষয় হয়ে উঠেছে। সূত্র বলছে, দুই পক্ষের তুমুল সংঘর্ষে এখনও পর্যন্ত 128 জনের প্রাণ গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে বারংবার সংঘর্ষ বন্ধ করার নির্দেশ মিললেও তা মানেনি কেউই। পারস্পরিক হানাহানির ঘটনা চরমে ওঠে গত 10 দিন আগে শিয়া মুসলিমদের দুটি পৃথক দলের ওপর পুলিশের হামলা চালানোর পরই।
এর ফলে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে 40 জনের মৃত্যু হয়। এই ঘটনাটির পর থেকেই একটানা 10 দিন ধরে শিয়া ও সুন্নিদের লড়াই চলেছিল। দুই পক্ষের সংঘর্ষ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে মৃতের সংখ্যা বাড়ায় স্মার্টফোন পরিষেবাতেও ব্যাঘাত ঘটে।
উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, দুই পক্ষের মধ্যে আস্থার তীব্র অভাব থাকায় সংঘর্ষ বন্ধ করতে নারাজ শিয়া ও সুন্নিরা। প্রশাসনের তরফে বেশ কয়েকবার দ্বীপাক্ষিক সংঘর্ষ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে সেই সরকারি আদেশ উপেক্ষা করে নিজেদের অবস্থানে অনড় রয়েছে দুই পক্ষই।
আরও পড়ুন: প্রথম টেস্টে পরাজয়ের পরই দুঃসংবাদ অজি শিবিরে, লাভ হবে ভারতের?