বিক্রম ব্যানার্জী: ইজরায়েলের ভয়াবহ বিমান হামলায়(Israeli Attack) লেবানন জুড়ে 12 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। লেবাননের ওপর নেওয়া প্রতিশোধের আগুনে সাধারণ মানুষের পর মুড়ি-মুড়কির মত প্রাণ যাচ্ছে জনগণের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীদের। শনিবার লেবাননে 12 জনের মৃত্যুর খবর জানিয়ে X হ্যান্ডেলের শোক প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান পরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
স্বাস্থ্য কর্মীদের মৃত্যুর ঘটনায় X মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পরিচালক লেখেন, লেবাননের আলবিক জেলার দোউরেস গ্রামের অসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। জার জেড়ে 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গেব্রেয়াসুস আরও জানান, স্বাস্থ্য সেবা কেন্দ্রে হামলার ঘটনা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্যই সব জায়গাতে বন্ধ হওয়া উচিত।
প্রসঙ্গত, গত বছরের 7 অক্টোবর থেকে চলা ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলা অসংখ্য ফিলিস্তিনির মৃত্যুর কারণ হয়ে উঠেছে। শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে এক অতি পরিচিত বার্তা সমস্ত জানিয়েছে, ইজরায়েলের বর্বর হামলা আরও 28 জন ফিলিস্তিনির প্রাণ কেড়েছে। যার ফলে এখনও পর্যন্ত ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 43 হাজার 750 এর গণ্ডি।
আরও পড়ুন: বাংলার বুকেই হেনস্থার শিকার বাঙালি, হিন্দিকে এগিয়ে রেখে তুমুল বচসায় ভিন রাজ্যের যুবক