Wineshop: কাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শহরের সমস্ত মদের দোকান! বিশৃংখল পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ প্রশাসনের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Wineshop: আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে শহরের সমস্ত মদের দোকান(Close wineshop)। 17 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত টানা দুদিন খোলা যাবে না কোনও লিকার শপ। বেশ কিছুদিন ধরেই গণেশ চতুর্থী উপলক্ষে নানান উন্মাদনার খবর সামনে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তের সুরা প্রেমীদের উশৃংখল পরিস্থিতির খবর পেতেই তৎপর হয়েছে প্রশাসন। কাজেই গণেশ চতুর্থী উৎসব না মেটা পর্যন্ত মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশের 4 শহরে।

কোন কোন শহরে বন্ধ থাকবে ওয়াইন শপ(Wineshop)?
সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু হয়েছে গণেশ চতুর্থী উৎসব, চলবে 17 তারিখ পর্যন্ত। বিগত কয়েকদিন ধরে গণেশ শোভাযাত্রা থেকে শুরু করে বিসর্জনেও নানান বিশৃংখলার ছবি চোখে পড়েছে। এবার সেই উশৃংখলতা ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন।

দেশের জনপ্রিয় 3 শহরে 17 এবং 18 সেপ্টেম্বর এই দুদিন মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও সেই তালিকায় নাম নেই কলকাতার। মূলত বেঙ্গালুরু শহরে(Bengaluru town) দুদিন ওয়াইন শপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বেঙ্গালুরু পুলিশ কমিশনারের তরফে। এছাড়াও দিল্লি, পুনে এবং হায়দ্রাবাদ শহরেও আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত মদ বিক্রিতে করা আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুনঃ ‘দায় তাহলে কার? ডাক্তার দের একার?’- মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের মিটিংয়ে আগে সরব পরমব্রত

প্রসঙ্গত, ভারতের অন্যতম শহর বেঙ্গালুরুতে 14 সেপ্টেম্বর থেকেই একাধিক ওয়াইন শপ, বার ও পাব-রেস্তোরাঁ বন্ধ রয়েছে। একই সঙ্গে হায়দ্রাবাদ, পুনে এবং রাজধানী দিল্লিতেও সেপ্টেম্বরের 17 ও 18 এই দুদিন একই ছবি লক্ষ্য করা যাবে। সরকারি নির্দেশ উপেক্ষা করে যদি কেউ অ্যালকোহল জাতীয় দ্রব্য বিক্রি করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন স্থানীয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে প্রশাসনের এই পদক্ষেপে অল্প হলেও অস্বস্তিতে সুরা প্রেমীরা।