Paris Olympics: সোনা কী আসবে? ভিনেশের সঙ্গী জেদ ও বিদ্রোহ

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

তন্ময় সিংহ: তিনি ভিনেশ ফোগত, ছোট ছোট চুলের ছিপছিপে চেহারার তরুণী, যার মুষ্টি যুদ্ধে বল পাচ্ছে সারা ভারতের বীরাঙ্গনারা। তিনি ভিনেশ ফোগত, সমস্ত প্রকার অসহযোগিতার পরেও, দাঁতে দাঁত চিপে ওজন কমিয়ে নতুন বিভাগে লড়াই করতে এসেছেন প্যারিস অলিম্পিকে(Paris Olympic)

অনেকটা জলে থেকে কুমিরের সাথে লড়াই করে পেয়েছেন অলিম্পিকের দঙ্গলে নামার অধিকার। নতুন বিভাগে আসার জন্য বাছাই নন তিনি তাই প্রথম রাউন্ডেই প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক গোল্ড মেডেলিস্ট সুসাকী, যিনি আজ পর্যন্ত জাপানের বাইরে কারো কাছে হারেন নি এবং আজ পর্যন্ত তার প্রফেশনাল রেকর্ড আশিটি জয়, পরাজয় দুটি।

সকলেই যখন ভিনেশের শোকগাথা লিখে ফেলেছে, ফেডারেশনের সভাপতি র বিরুদ্ধে অধিকার রক্ষার লড়াই কিভাবে তার ক্যারিয়ার শেষ করেছে সে সম্পর্কে প্যারাগ্রাফ ও তৈরী । কিন্তু তিনি ভিনেশ ফোগত, ফেডারেশনের প্রবল চাপ উপেক্ষা করে জায়গা করে নিয়েছেন প্যারিস অলিম্পিকে(Paris Olympic)। নিজের পছন্দের তিপ্পান্ন কেজি ছেড়ে দিয়েছেন তার ই সতীর্থ কে। ফেডারেশনের প্রবল চাপের মধ্যে তিনি ওজন কমিয়ে লড়তে এসেছেন ৫০ কেজি বিভাগ এ। সারা বিশ্বকে চমকে দিয়ে লড়াইয়ের ফলাফলে দেখা গেল তিনি বিজয়ী।

প্রথমবারের জন্য হারের মুখ দেখলেন জাপানি প্রতিযোগী সুসাকি। আসলে আজকের লড়াইয়ের সুসাকি তার প্রতিযোগী ছিলেন না, তার লড়াই ছিল সিস্টেমের বিরুদ্ধে, এ লড়াইয়ে তিনি বিজয়ী হতে পারেননি দেশের একটা অংশের সমর্থন তিনি পেলেও, আরেকটা অংশ তাদেরকে ভিলেন করে দিয়েছে । অচল অবস্থা আজ ও বর্তমান ফেডারেশনে আর তিনি ভিনেশ দীর্ঘদিন ছিলেন প্রতিযোগিতার বাইরে, দিল্লির রাজপথে, তাঁবুতে, মহিলা পুলিশের লাঠিতে। ফেডারেশনে চলতে থাকা অরাজকতা ও ব্যাক্তি দ্বারা শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি, সাথে সাক্ষী মালিক ,বজরং পুনিয়া ও অন্যান্যরা।

প্রবল প্রতাপশালী শাসক দলের সংসদ ব্রীজ ভূষন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে ভারতের মেয়েদের আন্দোলনে সাড়া পড়েছিল গোটা দেশ জুড়ে ব্রীজ ভূষন সিংহ কে ফেডারেশন ছাড়তে হলেও , আজও অরাজক অবস্থা বিদ্যমান ফেডারেশনে।

বজরং পুনিয়া চক্রান্তের শিকার হয়েছেন অলিম্পিকের বাইরে তিনি। সাক্ষী মালিক সময় ফেলে এসেছেন তাই সবার হয়ে লড়াইয়ের একটাই নাম ভিনেশ ফোগত।

আরও পড়ুনঃ মেদিনীপুরে আলু চাষীদের বিক্ষোভ, একাধিক দাবি জেলাশাসকের কাছে

রবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে প্রতিযোগী ইউক্রেনের, এবারও তিনি বিজয়ী, সেমিফাইনালে গুজম্যানকে ৫-০ তে উড়িয়ে দিয়ে তার স্বপ্নের সোনার দৌড়, বিদ্রোহিনীর সাথে দেশবাসীও বুক বেঁধেছে অলিম্পিকের(Paris Olympic)পোডিয়ামের স্বপ্নে।।