Vidyalaxmi scheme: পড়ুয়াদের জন্য সুখবর! গ্যারেন্টার ছাড়াই ১০ লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্রীয় সরকার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Vidyalaxmi Scheme: পড়ুয়াদের জন্য সুখবর! নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য নতুন প্রকল্প (PM Scheme) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্পে (PM Vidyalaxmi Scheme)। এই প্রকল্পে পড়ুয়ারা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Education Loan) পাবে নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi) তরফে।

পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্প অনুমোদন পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। এই প্রকল্পের অধীনে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়ারা কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত উচ্চশিক্ষায় ঋণ পাবেন। ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ হবে নামমাত্র। এমনকি ঋণ পেতে কোনও গ্যারেন্টারও লাগবেনা। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে।

কারা পাবেন এই ঋণ?

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আট লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পারিবারিক আয় হলে একজন পড়ুয়া বিদ্যালক্ষ্মী প্রকল্পে ঋণের জন্য আবেদন করতে পারবেন। একজন পড়ুয়া ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাবেন পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্পে। সুদের হার ৩ শতাংশ। প্রতি বছর সর্বোচ্চ এক লক্ষ শিক্ষার্থী এই প্রকল্পে ঋণ পাবেন।