Uttar Pradesh: গুণধর শিক্ষিকার কীর্তি ভাইরাল! ভিডিও দেখে ধিক্কার সর্বত্র

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গুণধর শিক্ষিকার কীর্তি প্রকাশ্যে! সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও দেখে ধিক্কার মানুষজনের। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) স্কুলে মেঝেতে শুয়ে জমাটি ঘুম দিচ্ছেন শিক্ষিকা। অন্যদিকে তাঁকে পালা করে হাতপাখার হাওয়া করছে কচিকাঁচা ছাত্রছাত্রীরা! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে, স্কুলে মেঝেতে মাদুরে শুয়ে জমাটি ঘুম দিচ্ছেন শিক্ষিকা। অন্যদিকে তাঁকে পালা বদল করে করে হাতপাখার হাওয়া করছে কচিকাঁচা ছাত্রছাত্রীরা! যদিও GNE Bangla- র তরফে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের ধনিপুর অঞ্চলের গোকুলপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত শিক্ষিকা ডিম্পল বনসাল আবার ঐ স্কুলের প্রধান শিক্ষিকা! ভিডিও প্রকাশ্যে আসতেই দেশের শিক্ষামহলে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরব হয়েছেন অভিভাবকরাও।


ঘটনায় ক্ষুব্ধ উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরের আধিকারিকরাও। রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক রাজেশকুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত প্রধান শিক্ষিকা ডিম্পল বনসালকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। দোষী সাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঐ শিক্ষিকার বিরুদ্ধে।