উত্তরপ্রদেশে (Uttar Pradesh) থানার মধ্যেই মায়ের গায়ে আগুন ধরালেন পুত্র! মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের খাইর থানায়। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মা ও পুত্রকে থানায় ডেকে পাঠিয়েছিল খাইর থানার পুলিশ। থানার ভিতরেই মায়ের গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন ছেলে।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে মা ও পুত্রের দীর্ঘদিনের পারিবারিক বিবাদ। থানায় পুত্রের বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন মা। সেই বিবাদ মেটানোর প্রচেষ্টাতেরি উত্তরপ্রদেশের খাইর থানার পুলিশ মঙ্গলবার মা ও ছেলেকে ডেকে পাঠিয়েছিল৷ সমস্যার সমাধান তো হয়ইনি, উল্টে থানার মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েন মা ও ছেলে। অভিযোগ, সেই সময়ে আচমকাই মায়ের গায়ে পেট্রোল ছিটিয়ে লাইটারের মাধ্যমে আগুন ধরিয়ে দেন গুণধর ছেলে।
পুলিশ কর্মীরা তৎক্ষনাৎ আগুন নেভাতে সচেষ্ট হন। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে পুলিশ কর্মীদের বস্তা, জল ইত্যাদি দিয়ে আগুন নেভাতে দেখা গিয়েছে৷ যদিও ভিডিওটির সত্যতা যাচাই GNE Bangla করেনি। মহিলার গায়ের আগুন নেভাতে পুলিশ কর্মীরা সমর্থ হলেও শরীরের ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেমলতা নামে ঐ মহিলার মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। এফআইআর দায়ের করে পুত্র গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ।