ট্রেনের সাধারণ টিকিট (Train Ticket) বুকিং শুরু হওয়ার সাথে সাথে দিন কয়েকেই টিকিট শেষ। অথবা টিকিট (Train Ticket) আগে থেকে কাটা নেই, কিন্তু হঠাৎ কোথাও যেতে হবে। সেক্ষেত্রে অনেকেই ভরসা রাখেন তৎকাল টিকিটের উপর৷ কিন্তু অনেক সময়ে তৎকাল টিকিটও কনফার্ম হয়না। সেই কারণে কাজের গুরুত্ব বিবেচনা করে কাটতে পারেন প্রিমিয়াম তৎকাল টিকিট। প্রিমিয়াম তৎকাল টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা সাধারণ তৎকাল টিকিটের থেকে অনেক বেশি।
প্রিমিয়াম তৎকাল টিকিটের খরচ কেমন?
রেলের তরফ থেকে দীর্ঘদিন ধরেই প্রিমিয়াম তৎকাল ব্যবস্থা চালু রয়েছে। কোন ট্রেনের কোন ধরণের আসনের টিকিট আপনি বুক করছেন তার উপর নির্ভর করে সাধারণ তৎকাল টিকিটের ক্ষেত্রে রেলের তরফ থেকে নির্দিষ্ট একটি ভাড়া নির্দিষ্ট করা থাকে। কিন্তু প্রিমিয়াম তৎকাল টিকিটের ভাড়া ডায়নামিক প্রাইসের উপর নির্ভর করে। এক্ষেত্রে প্রথম দিকে টিকিট বুকিং করার সময় ভাড়া কম থাকলেও টিকিট যত শেষ হতে শুরু করে ততই ভাড়া বৃদ্ধি পেতে থাকে। সাধারণত টিকিট মূল্যের সঙ্গে অতিরিক্ত ৩০% পর্যন্ত প্রিমিয়াম তৎকালে ভাড়া হয়ে থাকে।
টিকিট কি কনফার্ম হবে? আইআরসিটিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণে যাঁদের টিকিট কাটতেই হবে তাঁদের জন্য এই প্রিমিয়াম তৎকাল সুবিধাটি এনেছে। এক্ষেত্রে টিকিট কাটলে টিকিট ওয়েটিং লিস্টে চলে যায় না। ফলে টিকিট থাকা পর্যন্ত প্রিমিয়াম তৎকাল সুবিধা মিলবে, তারপর বন্ধ। সুতরাং শুধুমাত্র কনফার্ম টিকিটই কাটা যায়।
প্রিমিয়াম তৎকাল টিকিট বুক করবেন কিভাবে?
প্রিমিয়াম তৎকাল কোটায় বুকিংও তৎকালের মতো এবং এর বুকিং তৎকালের মতোই একদিন আগে সকাল ১০টা থেকে শুরু হয়৷ এসি ক্লাসের টিকিটের বুকিং সকাল ১০টায় শুরু হয়, কিন্তু নন-এসি ক্লাসের টিকিটের বুকিং শুরু হয় সকাল ১১টায়। টিকিট বুকিংয়ের সময় আইআরসিটিসির ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে কোটা অপশনের মধ্যে প্রিমিয়াম তৎকাল অপশন সিলেক্ট করে টিকিট কাটতে হয়। রেলের টিকিট বুকিং কাউন্টারে গিয়েও এই টিকিট কাটা যায়।