Train Reservation: বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম, টিকিট কাটার আগে জেনে নিন

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Train Reservation: বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের (Train Ticket Booking) নিয়ম! যে কোনও ট্রেনে কতদিন আগে আপনি টিকিট (Train Ticket) কাটতে পারবেন, সেই নিয়মে আসতে চলেছে বদল। এখনও যে কোন দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন (Train Reservation) টিকিট বুকিং (Ticket Booking) করা যায় যাত্রা শুরুর সর্বোচ্চ ১২০ দিন আগে। এবার থেকে তা কমে ৬০ দিন হতে চলেছে। চলতি বছরের ১ লা নভেম্বর থেকে লাগু হতে চলেছে এই নিয়ম।

এতদিন পর্যন্ত যেকোন ট্রেনের রিজার্ভেশন টিকিট ট্রেনের যাত্রা শুরুর ১২০ দিন আগেই কাটা যেত। এবার থেকে সেই সময়সীমা কমছে। অগ্রিম রিজার্ভেশনের সময়সীমা কমে হতে চলেছে ৬০ দিন। অর্থাৎ ট্রেনটি যেদিন যাত্রা শুরু করবে তার ৬০ দিন আগে রিজার্ভেশনের পোর্টাল খুলবে। এই ব্যবস্থা শুরু হতে চলেছে আগামী ১ লা নভেম্বর থেকে। যদিও ৩১ শে অক্টোবর পর্যন্ত করা সমস্ত ট্রেনের রিজার্ভেশনের ক্ষেত্রে অগ্রিম রিজার্ভেশনের সময়সীমা ১২০ দিনই ধার্য হবে।

Train Reservation: বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম, টিকিট কাটার আগে জেনে নিন

রেলের সার্কুলার

এই মর্মে গতকাল অর্থাৎ ১৬ অক্টোবর ভারতীয় রেল বোর্ডের প্যাসেঞ্জার মার্কেটিং বিভাগের ডিরেক্টর সঞ্জয় মানোচার তরফে রেলের সমস্ত জোনের চিফ কর্মাশিয়াল ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টরদের উদ্দেশ্যে সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে উপরিউক্ত বিষয়ের পাশাপাশি জানানো হয়েছে, বিদেশি পর্যটকদের ক্ষেত্রে অগ্রিম রিজার্ভেশনের ৩৬৫ দিনের সময়সীমার কোনও পরিবর্তন হবে না৷ অগ্রিম রিজার্ভেশনের সময়সীমা সংক্রান্ত তথ্য সমস্ত রকমভাবে যাত্রীদের অবগত করানোর নির্দেশও দেওয়া হয়েছে উক্ত সার্কুলারে।