Pranami Box: সাধের আইফোন এখন ভগবানের সম্পত্তি! প্রানামীবাক্সে ডুব দেওয়া ফোনটি আর ফেরত পাবেন না দীনেশ, জানাল মন্দির কর্তৃপক্ষ

Published On:

বিক্রম ব্যানার্জী: ভুলবশত ভগবানের দানবাক্সে(Pranami Box) পড়ে গিয়েছিল সাধের আইফোন। দীর্ঘ মরিয়া চেষ্টা করেও স্মার্টফোনটি ফেরত পাননি ব্যক্তি। এরপরই ঘটনাটি পাঁচ কান করেন তিনি। অ্যাপেল সংস্থার ফোনটি ফেরত পেতে মন্দির কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেন ওই ভক্ত। তবে কথায় আছে, ভগবানের কাছে যা একবার চলে যায়, তা আর ফেরত আসে না। ভক্তের কাতর অনুরোধ সত্বেও আইফোনটি ফেরত দিতে অস্বীকার করে মন্দির কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থিরুপরুরের আরুলমিগু মন্দিরে। সূত্রের খবর, গত নভেম্বরে দীনেশ নামক এক ভক্ত সপরিবারে ওই মন্দিরে গিয়েছিলেন। ঈশ্বর দর্শনের পর প্রণামি বাক্সে সাধ্যমতো অর্থ দান করতে গিয়েই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, দানবাক্সের কাছে যেতেই মনের ভুলে হাতের আইফোনটি প্রণামী বাক্সে পড়ে যায়। তড়িঘড়ি নিজের কষ্টার্জিত অর্থে কেনা স্বপ্নের আইফোন ফিরে পেতে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান দীনেশ।

মন্দির কর্তাদের গোটা বিষয়টি খোলসা করে বলার পর দীনেশ ভেবেছিলেন এবার হয়তো একটা সুরাহা হতে পারে। কিন্তু এই ভাবনা যে ভুল, ওই ভক্ত তা জানতে পেরেছিলেন কয়েক মুহূর্ত পরই। দীনেশের কাতর আবেদন সত্ত্বেও মন্দির কর্তৃপক্ষ ফোনটি ফেরত দিতে অস্বীকার করে। তাঁদের বক্তব্য, ফোনটি প্রণামি বাক্সে পড়ে যাওয়ায় সেটি এখন ভগবানের সম্পত্তি হয়ে গিয়েছে। তাই তা আর ফেরত দেওয়া যাবে না।

মূলত, ইনস্টলেশন, সেফগার্ডিং অ্যান্ড অ্যাকাউন্টিং অফ হান্ডিয়াল রুলস 1975 অনুযায়ী, ঈশ্বরের দানবাক্সে প্রদান করা বস্তু তা অর্থ হোক কিংবা স্মার্টফোন, মালিকের পুনরায় সেই জিনিস ফিরে পাওয়ার অধিকার নেই। বলা বাহুল্য, এই নিয়ম মেনেই দীনেশের ফোন ফিরিয়ে দিতে নারাজ মন্দির কর্তৃপক্ষ। তবে ফোন হস্তান্তর না করলেও তাঁর আইফোনে থাকা প্রয়োজনীয় কোনও ফাইলস কিংবা ডকুমেন্ট ফিরিয়ে দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মন্দির কর্তারা।

আরও পড়ুন: ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা রাশিয়ার, যোগ্য জবাব দিল জেলনস্কির দেশ!