Delhi Air Pollution: ভয়াবহ বায়ু দূষণে ধুঁকছে রাজধানী দিল্লি, বাতিল একাধিক ফ্লাইট

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ফের মারাত্মক বায়ু দূষণে(Air pollution) শীর্ষে দিল্লি(Delhi)! বুধবার সকালে ঘন কালো ধোঁয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী। বাতাসে দূষণের পরিমাণ এতটাই বেশি ছিল যে চোখে ধাঁধা লেগে গিয়েছিল পথ চলতি মানুষের। স্বল্প দৃশ্যমান্যতার কারণে এদিন সকাল থেকে বেশ কিছু ন্যাশনাল ফ্লাইট বাতিল করা হয়। মূলত বাতাসের খারাপ গুণমানের কারণে এমন ধোঁয়াশা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিভাগ সূত্রে খবর, বুধবার সকালে রাজধানী দিল্লির বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ঠেকেছিল 370-এ। যেই হিসাবটা মঙ্গলবারে 361 একিউআইয়ের তুলনায় অনেকটাই বেশি। আবহাওয়াবিদরা মনে করছেন, দৈনন্দিন যানবাহন সহ বিভিন্ন কলকারখানার ধোঁয়া চরম বায়ু দূষণ ঘটাচ্ছে। যার জেরে দিল্লির বাতাসের গুণমান একপ্রকার তলানিতে ঠেকেছে।

বুধবার ভোর 5 টা নাগাদ শহরজুড়ে কালো ঘন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমতে শুরু করে। ফলত দিল্লিগামী একাধিক ফ্লাইট তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। তবে এখনও পর্যন্ত যা খবর আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে কোনও রকম পরিবর্তন হয়নি। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো সমাজ মাধ্যমে পোস্ট করে জানায়, দিল্লিতে অতিরিক্ত কুয়াশার কারণে বাতাসে দৃশ্যমানতার সমস্যা থাকায় অমৃতসর, বারাণসী ও দিল্লিগামী বিমান তার নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে উড়বে। যাত্রীরা যেন ফ্লাইটের সময় জেনে তবেই বাড়ি থেকে রওনা দেন।

উল্লেখ্য, রাজধানীতে ভয়াবহ বায়ু দূষণের কারণে যথেষ্ঠ ভোগান্তি পোহাতে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষদের। অন্যদিকে দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণের কারণে শহরে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের সুপ্রিম কোর্ট চত্বরে ভয়াবহ বিস্ফোরণ, ক্ষয়ক্ষতিসহ নিহত 1