লোকসভা নির্বাচনে এবার বেশ ভাল ফল করেছে বিরোধীরা। তারপর থেকেই চাপান – উতোর চলছিল লোকসভার স্পিকার পদটি নিয়ে। এন ডি এ শরিক তেলেগু দেশম পার্টি স্পিকার পদের দাবিতে অনড় ছিল। শোনা যাচ্ছিল বিরোধী ইন্ডিয়া জোটও চাইছিল স্পিকার পদে যেন বিজেপির কেউ না বসেন। এই নিয়ে জলঘোলা চলছিল বেশ কয়েকদিন ধরে।
তবে সূত্রের খবর আজ মঙ্গলবার চূড়ান্ত হয়ে যেতে পারে স্পিকারের নাম। জানা গেছে, গতকাল গভীর রাত পর্যন্ত এই নিয়ে আলোচনা করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এও জানা গেছে, ইতিমধ্যে স্পিকার পদের দাবি থেকে সরে এসেছে তেলেগু দেশম পার্টি। আরও একবার স্পিকার হিসেবে মনোনীত হতে চলেছেন ওম বিড়লা। অন্যদিকে বিরোধী পক্ষের থেকে প্রার্থী করা হচ্ছে কে সুরেশকে। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন – ‘ সহমতের কথা সরকার শুধু মুখেই বলে। বাস্তবক্ষেত্রে তার প্রয়োগ নেই।’
আরও পড়ুনঃ মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান
ওই সূত্রের দাবি, বুধবার হতে পারে স্পিকার পদের নির্বাচন। সেক্ষেত্রে মঙ্গলবার অধ্যক্ষের কাছে মনোনয়ন দাখিল করার শেষ দিন। সাধারণত শাসক দলের মধ্যে থেকেই নির্বাচিত হন স্পিকার, অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচিত করা হয় ডেপুটি স্পিকারকে।
কয়েকদিন আগেও স্পিকার পদটি নিয়ে শাসক এবং বিরোধী উভয় পক্ষের মধ্যে তৎপরতা ছিল দেখার মত। তার মধ্যেই এন ডি এ শরিক তেলেগু দেশম পার্টি দাবি করে স্পিকার পদটি। সেই দাবি থেকে এন ডি এ আপাতত সরে আসায় কিছুটা হলেও সুবিধা হল বিজেপির।