দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি আর আম্বানিকে টক্কর দিতে এবার ময়দানে নেমে পড়েছে টাটা (TATA)। এমনিতেই বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ শুরু করেছে টাটা। যার ফলে প্রতিটি জায়গাতেই এতদিন পর্যন্ত যে সমস্ত শিল্পগোষ্ঠী একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, তাতে ভাগ বসাতে শুরু করেছে টাটা। এবার জানা গিয়েছে, গ্রীন এনার্জি (Green Energy) প্রকল্পে টাটা বিরাট মাপের বিনিয়োগ করতে চলেছে। যাতে আদানি এবং আম্বানিদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট টক্কর বলা যেতে পারে।
আরও পড়ুনঃ ঘুমের অভাবেও শরীরে বাসা বাঁধছে ক্যানসার, বড় দাবি ডাক্তারদের
এতদিন পর্যন্ত এই সবুজ শক্তি উৎপাদনের ক্ষেত্রে একমাত্র আদানি আর আম্বানির মধ্যেই প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল। এবার টাটার শেয়ার হোল্ডারদের একটি সভায় সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, খুব শীঘ্রই টাটা পাওয়ার গ্রীন এনার্জি খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। যার ফলে গ্রীন হাইড্রোজেন থেকে শুরু করে প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নতুন পথ দেখাবে বলে জানানো হয়েছে। এই সেক্টরটায় একমাত্র লড়াইয়ে ছিল আদানি আর আম্বানি গোষ্ঠী।
আদানি গ্রুপের তরফে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, গ্রীন এনার্জি খাতে ২০৩০ সালের মধ্যে ২.৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে শুধুমাত্র গ্রীন হাইড্রোজেন উৎপাদন ক্ষেত্রে।পিছিয়ে নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর আম্বানিরাও।
আরও পড়ুনঃ আমার টাকায় খাবি? ভরা বাজারে স্বামীকে বেধড়ক মার স্ত্রীর..চমকে গেলেন সবাই
আম্বানিদের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ বছর সময়ের মধ্যে গ্রীন এনার্জি খাতে সর্বমোট ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। গ্রীন হাইড্রোজেন থেকে শুরু করে প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির করার ক্ষেত্রে এই টাকা বিনিয়োগ হবে। এবার সেই বাজারে ঢুকে পড়ল টাটা পাওয়ার।
টাকা পাওয়ারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ২০ হাজার কোটি টাকা গ্রীন এনার্জি খাতে বিনিয়োগ করা হতে চলেছে। এর ফলে ভারত জুড়ে সবুজ শক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে। এতদিন যে ক্ষেত্রটি আম্বানি আর আদানিদের মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে টাটা প্রতিযোগিতা শুরু করায় লাভ হবে ভারতের। গ্রীন এনার্জি উৎপাদন এবং তার সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবন সমস্ত ক্ষেত্রে খুব কম খরচেই ভারত এর থেকে লাভবান হতে চলেছে।